Murder case: জল আনা নিয়ে বিবাদ, কাঁকিনাড়ায় ভাইকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল দাদা

সামান্য কলে জল আনা নিয়ে বচসা। তার জেরে ভাইকে খুন করল দাদা। এমন ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়। কলে জল আনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে। তখনই দাদা ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার জেরে রবিবার বিকেলে ভাইয়ের মৃত্যু হয়। এই ঘটনার পরেই অভিযুক্ত দাদা পলাতক রয়েছে। মৃতের নাম মহেন্দ্র সাউ (৪৫)।  অভিযুক্ত দাদার নাম বিনোদ সাউ। 

আরও পড়ুন: কম্পিউটারের জন্য অপহরণ! নাবালককে খুনের আগে রসগোল্লা ও ঠান্ডা খাওয়ায় অভিযুক্তরা

অভিযোগ, ঘটনার সূত্রপাত ২৯ নভেম্বর। বচসা চলাকালীন মহেন্দ্রর মাথায় লোহার রড দিয়ে পিছন থেকে আঘাত করে বিনোদ। তখনই মাটিতে লুটিয়ে পড়লে মহেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার  কলকাতার একটি হাসপাতালে মহেন্দ্র মারা যান। এই ঘটনার পরেই বিনোদকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিয়ালদহ রানাঘাট মেন লাইনে ২৯ নম্বর রেলগেট সংলগ্ন কাঁকিনাড়া স্টেশন রোডে কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকিনাড়ার শান্তিনগরে পাশাপাশি দু ভাইয়ের বাড়ি। তবে তারা দুজনেই আলাদাভাবে বসবাস করে।স্থানীয় এক মহিলা জানান, সেখানে একটি পুরসভার কল রয়েছে। সেটি পরিবারের জন্য সাধারণ হিসেবেই ব্যবহার করা হয়। তাই নিয়ে দুই ভাইয়ের পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল।

গত ২৯ নভেম্বর জলের কল নিয়ে তাদের মধ্যে বিবাদ চরমে ওঠে। মাথায় আঘাতের জেরে ওই মহেন্দ্রকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহেন্দ্রকে। সেখানে তার মাথার পিছনে অস্ত্রোপচার করা হয়। কিন্তু, তা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি মহেন্দ্রকে। রবিবার তার মৃত্যু হয়। এদিন মহেন্দ্র মৃত্যুর খবর পেয়ে ক্ষোভ ফেটে ওঠেন স্থানীয়রা। তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। স্থানীয়দের অভিযোগ, বিনোদ একজন খারাপ লোক। সে সকলের সঙ্গে এরকমভাবে ঝামেলা করে থাকে। এর আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে বিনোদ। ঘটনায় বিনোদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।