NCRB Annual Report: অপরাধ বাড়ছে দেশে! নারীদের উপর নির্যাতন, দুর্নীতিও বেলাগাম, বিস্ফোরক এনসিআরবির রিপোর্ট

নীরজ চৌহান

ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক তথ্য় বলছে নারী সংক্রান্ত অপরাধ, শিশুদের উপর, বয়স্কদের উপর নির্যাতন, এসসি, এসটিদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। এনসিআরবি রিপোর্টে তেমনটাই বলা হচ্ছে। 

১ ডিসেম্বর ক্রাইম ইন ইন্ডিয়া ২০২২ রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রতি বছর সাধারণত জুলাই অগস্ট মাসে এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়। তবে এবার কিছুটা দেরি করে এই রিপোর্ট সামনে এসেছে। 

এই তথ্যে দেখা যাচ্ছে মহিলাদের উপর নানাভাবে নির্যাতন নেমে আসছে। স্বামী ও অন্যান্য় আত্মীয়রাও এই নির্যাতনে শামিল হচ্ছেন। ২০২২ সালে সব মিলিয়ে ৪,৪৫,২৫৬টি Crime against Women-এর কেস নথিভুক্ত করা হয়েছে। ২০২১ সালের তুলনায় এই সংখ্য়া ৪ শতাংশ বেশি। দেখা যাচ্ছে নারী সংক্রান্ত এই অপরাধের মধ্য়ে সবথেকে বেশি হল স্বামী ও অন্যান্য আত্মীয়দের অত্য়াচার( ৩১.৪ শতাংশ)। 

এবার ধর্ষণ সংক্রান্ত হিসেবটা দেখা যাক। ২০২২ সালে সবথেকে বেশি ধর্ষণের মামলা হয়েছে রাজস্থানে। তারপরই উত্তর প্রদেশের স্থান। সব মিলিয়ে ৩১,৫১৬টি ধর্ষণের মামলা হয়েছে গোটা দেশে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রতি লাখ নারীদের অনুপাতে অপরাধের হার হল ২০২২ সালে ৬৬.৪ আর ২০২১ সালে এই রেট ছিল ৬৪.৫।  Crime against Children -এর মামলা গোটা দেশে ১,৬২,৪৪৯টি। ২০২১ সালের তুলনায় এই সংক্রান্ত অপরাধ ৮.৭ শতাংশ বেড়েছে। 

এদিকে Crime Against Senior Citizen-এর সংখ্য়া এই রাজ্য়ে বেড়েছে ৯.৩ শতাংশ।  ২০২১ সালে এটা ছিল ২৬,১১০টি। এবার সেটা হয়েছে ২৮,৫৪৫টি। 

সেই সঙ্গেই NCRB রিপোর্ট বলছে, সাধারণ মানুষকে অর্থনৈতিক কেলেঙ্কারি, সাইবার প্রতারণা, দুর্নীতির অপরাধের কুফল ভুগতে হচ্ছে। দুর্নীতির নিরিখে বলা হচ্ছে ২০২২ সালে রাজ্য়ের দুর্নীতি দমন ব্যুরো ৪,১৩৯টি মামলা নথিভুক্ত করেছে। ২০২১ সালে এই সংখ্য়াটা ছিল ৩,৭৪৫টি। সাইবার ক্রাইমও প্রায় ২৪,৪ শতাংশ বেড়েছে।