Vijay Hazare Trophy Exclusive: Bengal Might Lose The Chance Of Ending The Group Stage As Top, Sourasish Lahiri Hopeful Of Qualifying For Knock Outs

সন্দীপ সরকার, কলকাতা: বিজয় হাজারে (Vijay Hazare Trophy) ট্রফিতে গোয়াকে ৮ উইকেটে দুরমুশ করেও অঙ্কের জটিলতা বাংলা শিবিরে। রবিবারের জয়ের পর গ্রুপ ই-র শীর্ষে উঠে এসেছে বাংলা। ৫ ম্যাচে সুদীপ ঘরামিদের (Sudip Gharami) ঝুলিতে ১৬ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে মধ্যপ্রদেশও রয়েছে ১৬ পয়েন্টে। আর ৫ ম্যাচ খেলে তামিলনাড়ুর ঝুলিতেও ১৬ পয়েন্ট। তিন দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে বাংলা। সুদীপ-আকাশ দীপদের নেট রান রেট +২.৩৫৫। মধ্যপ্রদেশের নেট রান রেট +০.৪৭৮। আর তিন নম্বরে থাকা তামিলনাড়ুর নেট রান রেট +০.৩৩৬।

তাহলে কেন চিন্তা বাংলা শিবিরে? কারণ, বাংলার শেষ ম্যাচ বাকি শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে। আর তামিলনাড়ু শেষ ম্যাচ খেলবে দুর্বল নাগাল্যান্ডের বিরুদ্ধে। বাংলার টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছে যে, তামিলনাড়ু সহজেই নাগাল্যান্ডকে হারাবে। সেক্ষেত্রে তামিলনাড়ু শেষ করবে ২০ পয়েন্টে। বাংলা যদি শেষ ম্যাচে পাঞ্জাবকে হারায়, তাদেরও পয়েন্ট হবে ২০। কিন্তু যেহেতু গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে বাংলাকে হারিয়েছিল তামিলনাড়ু, তাই টুর্নামেন্টের নিয়ম মেনে দীনেশ কার্তিকরাই গ্রুপ শীর্ষে থাকবে।

বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী বলছিলেন, ‘যদি তিন দলের সমান পয়েন্ট হতো, সেক্ষেত্রে রান রেট দেখে ঠিক করা হতো কারা থাকবে গ্রুপ শীর্ষে। কিন্তু দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হবে গ্রুপে মুখোমুখি সাক্ষাতে কারা জিতেছে। তামিলনাড়ুর কাছে আমরা হারাও শেষ ম্যাচে ওরা জিতলে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে।’

শেষ ম্যাচে বাংলা পাঞ্জাবকে হারালে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে যাবে। একমাত্র সমস্যা হবে যদি, পাঞ্জাব বিরাট ব্যবধানে বাংলাকে হারায়। তবেই নেট রান রেটে এগিয়ে যেতে পারে পাঞ্জাব (+১.২৬০)। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে, পাঁচ গ্রুপের সেরা পাঁচ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আর দ্বিতীয় স্থানে থাকা পাঁচটি দল ও পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে থাকা একটি দল – সব মিলিয়ে ৬টি দল উঠবে প্রি-কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে তিন বিজয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় স্থানে থেকে শেষ করলে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হবে বাংলাকে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও যা হয়েছিল।

দলের পারফরম্যান্সে অবশ্য খুশি সৌরাশিস। বলছেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা খুব ভাল খেলছি। আকাশ দীপ আজ অসাধারণ বল করেছে। তবে আলাদা করে বলব মহম্মদ কাইফের কথাও। স্কোরবোর্ড দেখে হয়তো মনে হচ্ছে ৫ ওভারে ৩৯ রান দিয়েছে। কিন্তু ওর বল ব্যাটের কানায় লেগে চার-ছক্কা হয়ে গিয়েছে। স্পিনার কর্ণ লাল খুব ভাল বোলিং করেছে। সব মিলিয়ে আমাদের বোলাররা দারুণ ছন্দে রয়েছে। টুর্নামেন্টে ভাল ফলের ব্যাপারে আমরা আশাবাদী।’

মঙ্গলবার থানেতে মুখোমুখি বাংলা ও পাঞ্জাব। সেদিনই ব্রেবোর্নে নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তামিলনাড়ুর। নাগাল্যান্ডের জয় মানে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হবে। বাংলা শিবির সেরকমই অপ্রত্যাশিত কোনও ফলের অপেক্ষায়।

আরও পড়ুন: ব্যর্থ সচিন-পুত্রের লড়াই, বোলারদের দাপটে গোয়াকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ শীর্ষে বাংলা