War of Words: নেতাদের জেলে যেতে হবে, ভয় পাচ্ছে তৃণমূল, সংসদে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী, সুদীপ বকেয়া চাইতেই এল জবাব

সপ্তর্ষি দাস

সোমবার সংসদে একেবারে বাকযুদ্ধ শুরু হয়ে যায় তৃণমূল ও বিজেপির সাংসদের মধ্য়ে। আসলে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা দ্রুত ছাড়ার ব্যাপারে সংসদে বলতে ওঠেন। কেন্দ্রীয় বঞ্চনার কথাও তোলেন তিনি। আর তারপরই একেবারে বিস্ফোরক জবাব কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।

সোমবার সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সংসদে বলেন, MGNREGA স্কিমে সরকার যে টাকা বরাদ্দ করেছিল তা গত দুবছর ধরে আটকে রাখা হয়েছে। এই অর্থের পরিমাণ প্রায় ১৮,০০০ কোটি টাকা। আমাদের কিছু মন্ত্রী ও এমপি মন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। এরপর দুঘণ্টা আমাদের ওয়েটিং হলে অপেক্ষা করতে বলা হয়। চা-ও দেওয়া হয়েছিল। আর আড়াই ঘণ্টা পরে আমাদের মিটিংয়ে যখন যাই তখন তিনি পেছনের দরজা দিয়ে চলে যান। এরপর আমাদের তুলে নিয়ে যায়।

এরপরই বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, পিএম পোষন যোজনায়( মিড ডে মিল স্কিম) ওরা ( পশ্চিমবঙ্গ সরকার) ৪০০০ কোটি টাকা তছরুপ করেছে। আর ভারত সরকার সেই তদন্তভার সিবিআইয়ের উপর দেয়। কিন্তু এবার সব সামনে চলে আসবে। এটা ওদের ত্রুটি। ওরা গরিবের টাকা লুঠ করেছে। পার্টির জন্য টাকা খরচ করেছে। ওদের হাফ ডজন মন্ত্রী জেলে গিয়েছেন। ওরা এখন ভয় পাচ্ছেন এবার না ওদের নেতাদের জেলে যেতে হয়।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ওদের শিক্ষামন্ত্রী জেলে, ওদের ভয় লাগছে যাতে ওদের নেতৃত্ব জেলে না চলে যায়। দেশের সব রাজ্যে শৃঙ্খলার উপর চলে। কিন্তু বাংলা যেন সবার উর্ধ্বে। সব সত্য বেরিয়ে আসবে। ওরা ভয় পাচ্ছে।

এদিকে গত ১৯ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, দলের তরফ থেকে বিরাট আন্দোলন করা হবে। সেখানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থাকবেন। রাজ্যের যে বকেয়া রয়েছে তা যদি না পাওয়া যায় তবে আন্দোলন হবে।