কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন

লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার লড়াই শুরু হতে এখনও ছয় মাসের বেশি সময় বাকি। তবে এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে বৈশ্বিক এই আসরটি। এদিকে এরই মধ্যে ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে। খসড়া সূচিও মিলেছে। তাতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিনক্ষণ নিশ্চিত হয়েছে। চূড়ান্ত সময় আর প্রতিপক্ষের নাম না জানা গেলেও জানা গেছে, কোন তারিখে মাঠে নামবেন লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা।

সূচি অনুযায়ী, আগামী ২০ জুন আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ১৪ জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ ডিসেম্বর) কনমেবল আরও জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হাউস্টনের এনআরজি স্টেডিয়াম, এরিজোনা গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম ও নেভাডার লাস ভেগাসের অ্যালেগিয়ান্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলিনার শার্লোচে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের ম্যাচগুলো ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ থেকে ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। তবে এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে।

এদিকে গ্রুপ চূড়ান্ত করার আগেই সেরা চার দলের অবস্থান চূড়ান্ত করেছে কনমেবল। আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফলে গ্রুপপর্বে ফল যাই-ই হোক না কেন, ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হবে না। দুই দলের মধ্যে সেমিফাইনালের আগ পর্যন্ত দেখা হওয়ারও কোনো সুযোগই নেই।

আর্জেন্টিনার খেলা কবে, কোথায়?

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসিরা। গ্রুপিং শেষে এ-৪ অবস্থানধারী দলের সঙ্গে খেলবে আর্জেন্টাইনরা। খেলা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ২৫ জুন এবং ২৯ জুন মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচগুলো হবে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ এবং মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

ব্রাজিলের খেলা কবে, কোথায়? 

আসরের বর্তমান রানার-আপ ব্রাজিল মাঠে নামবে ২৪ জুন। ডি-৪ দলের বিপক্ষে ক্যালিফোর্নিয়ার ইনিংউডে হবে খেলা। সেলেসাওদের পরের ম্যাচ লাস ভেগাস শহরে ডি-৩ দলের বিপক্ষে ২৮ জুন শুক্রবার। ক্যালিফোর্নিয়ায় গ্রুপপর্বের শেষ ম্যাচে ২ জুলাই সান্তা ক্লারার লিভাই স্টেডিয়ামে খেলবে নেইমাররা।

  মোঃ লিখন আলী// বিডি২৪লাইভ ডেক্স



আশরাফুল/সা.এ.