Application to Study in Canada Decline: কানাডায় পড়তে যেতে চাইছেন না ভারতীয়রা, আবেদনের সংখ্য়া হু হু করে কমছে, কারণটা কী?

অনিরুদ্ধ চক্রবর্তী

ভারত থেকে কানাডায় পড়তে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ ক্রমশ কমছে। চলতি বছরের দ্বিতীয় পর্বে এই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গত বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত সব মিলিয়ে ১৪৫৮৮১টি আবেদনপত্র জমা পড়েছিল কানাডায় পড়তে যাওয়ার জন্য। আর এবছর মাত্র ৮৬৫৬২টি আবেদনপত্র জমা পড়েছে এই সময়কালের মধ্য়ে। গতবারের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম আবেদনপত্র জমা পড়েছে এবার।

তবে এই যে কানাডায় পড়তে যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের অনেকেই আগ্রহ হারাচ্ছেন তার সঙ্গে ভারত-কানাডার সম্পর্কের অবনতির কোনও যোগসূত্র নেই। কারণ খলিস্তানি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনার পরে তাতে ভারতীয় এজেন্টের হাত রয়েছে বলে যে মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী করেছিলেন সেটা ১৮ সেপ্টেম্বর। তারপরই আবেদনপত্রের সংখ্য়া কমে গিয়েছে এমনটা নয়।

তাহলে কারণটা কী?

বেটার ডুয়েলিংয়ে এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হচ্ছে, পড়ুয়ার সংখ্য়া কমে যাওয়ার ক্ষেত্রে বড় কারণ হল বিদেশ থেকে যে পড়ুয়ারা কানাডায় পড়তে আসে তারা নানা প্রতারণার শিকার হয়েছেন। তার জেরে কানাডায় পড়তে আসা নিয়ে আগ্রহ কমছে।

সেই সঙ্গেই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল কানাডায় থাকা খাওয়ার খরচ বিপুল। সেই খরচ তোলার জন্য পড়ুয়াদের কী পরিমাণ পরিশ্রম করতে হয়, কষ্টকর অবস্থার মধ্য়ে চালাতে হয় সেটা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানা পোস্ট হয়েছে। তারপরই কানাডায় পড়তে যাওয়া নিয়ে আগ্রহ ক্রমশ কমতে থাকে। এদিকে এই আবেদনপত্র সংক্রান্ত বিষয়গুলি যাচাই করেছে হিন্দুস্তান টাইমস। IRCC মারফত তা যাচাই করা হয়েছে।

এদিকে আইআরসিসির ডেটা অনুসারে জানা গিয়েছে, ২০২১ সালে এই আবেদনপত্রের সংখ্য়া ছিল ২৩৬০৭৭টি। আর ২০২২ সালে এই আবেদনপত্রের সংখ্য়া ছিল ৩৬৩৫৪১টি। এদিকে কানাডাতে যত আন্তর্জাতিক পড়ুয়ারা যান তার মধ্য়ে প্রায় অর্ধেকই হল ভারতীয় পড়ুয়া। এদিকে পরিসংখ্য়ান অনুসারে জানা গিয়েছে কোভিড অতিমারির দাপট কমার পরে এই প্রথম কানাডায় যেতে চাওয়া ভারতীয় পড়ুয়াদের আবেদন এতটা কমে গেল।