Cyclone Michaung LIVE: কিছুক্ষণেই ল্যান্ডফল ঘূর্ণিঝড় মিগজাউমের, বৃষ্টি বাংলাতেও

আজই সকাল বা দুপুরে ভূভাগে আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। এর আগে অবশ্য সোমবারই চেন্নাই দেখল মিগজাউমের তাণ্ডব। এই প্রবল ঘূর্ণিঝড়ের জেরে অস্বাভাবিক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছ চেন্নাই সব উত্তর তামিলনাড়ু উপকূলে। আর আজ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব প্রতক্ষ্য করতে চলেছে অন্ধ্র উপকূল। এরই মধ্যে বাংলার আকাশেও ঘন কালো মেঘের দেখা মিলেছে। আজ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে চলেছে। ভিজতে চলেছে কলকাতাও। 

05 Dec 2023, 07:21:01 AM IST

আর কোথায় কোথায় সতর্কতা জারি? কোথায় হবে বৃষ্টি?

আজকে তেলাঙ্গানারও বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই আবহে অন্ধ্র এবং তেলাঙ্গানায় জারি হয়েছে লাল সতর্কতা। অপরদিকে ওড়িশাতেও আজ ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায়। এর জেরে বাংলার পড়শি রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। বাংলায় অবশ্য কোনও সতর্কতা জারি হয়নি। যদিও বাংলাতেও আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।

05 Dec 2023, 07:18:07 AM IST

অন্ধ্রের কোন কোন জেলায় জারি সতর্কতা?

মৌসম ভবন জানাচ্ছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপতালা, কৃষ্ণ, পশ্চিম গোদাবরী, কোনাসীমা ও কাকিনাড়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে।

05 Dec 2023, 07:06:54 AM IST

ক্ষতির আগেই ‘ক্ষতিগ্রস্তদের’ ক্ষতিপূরণ নির্ধারিত

আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। ক্ষতিগ্রস্তদের কত টাকার আর্থিক অনুদান দেওয়া হবে, তাও ঠিক করে ফেলেছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন।

05 Dec 2023, 07:05:46 AM IST

বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল মোতায়েন করা হয়েছে

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) পাঁচটি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) পাঁচটি দল মোতায়েন করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। 

05 Dec 2023, 07:04:37 AM IST

খোলা হয়েছে ৩০৮টি ত্রাণ শিবির

অন্ধ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে আনা গয় গত দু’দিনে। ৩০৪টি ত্রাণ শিবিরে তাঁদের রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপতালা, কৃষ্ণ, পশ্চিম গোদাবরী, কোনাসীমা ও কাকিনাড়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে।

05 Dec 2023, 07:02:40 AM IST

অন্ধ্র উপকূলে সতর্কতা জারি

এদিকে ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। আজ অন্ধ্র উপকূলের প্রায় সর্বত্রই মাঝারি বৃষ্টি জারি থাকবে। এরই মধ্যে মিগজাউমের প্রভাবে কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে আজ। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। এই আবহে অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

05 Dec 2023, 06:59:58 AM IST

পশ্চিমবঙ্গের ওপর কী প্রভাব ঘূর্ণিঝড়ের?

অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতেও। এই আবহে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আজ হালকা বৃষ্টি হতে পারে। 

05 Dec 2023, 06:56:14 AM IST

ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান

ভারতীয় মৌসম ভবনের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাত ২টো ৩০ মিনিটে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। নেল্লোরের দক্ষিণ-পূর্বে ২০ কিমি, চেন্নাইয়ের উত্তরে ১৭০ কিমি, মছিলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২১০ কিমি দূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড়টি।

05 Dec 2023, 06:52:56 AM IST

আর কিছুক্ষণে ল্যান্ডফল

মৌসম ভবনের আপডেট অনুযায়ী, মঙ্গলবার আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছিলিপত্তনমের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। হবে প্রবল বৃষ্টি। ১১০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে মিগজাউম। সেজন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

05 Dec 2023, 06:52:00 AM IST

ভেসে গিয়েছে চেন্নাই বিমানবন্দর

প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে চেন্নাই বিমানবন্দর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে চেন্নাইয়ের বিমানবন্দরে পুরো জলের স্রোত বয়ে যাচ্ছে। কোনওক্রমে বিমান সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সকাল ৯ টা ৪০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ ছিল। প্রায় ৭০টির মতো বিমান বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। যে তালিকায় পশ্চিমবঙ্গের ট্রেন আছে।

05 Dec 2023, 06:51:27 AM IST

জলমগ্ন চেন্নাই

আবহাওয়ার দফতরের তরফে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় পেরুনগুডি-সহ একাধিক জায়গায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে মঙ্গলবার স্কুল-সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাঙ্কের মতো জায়গায় ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। যে যে জায়গা কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে, সেখানে বেসরকারি অফিসগুলিকে প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আপাতত যা অবস্থা, তাতে প্রচুর মানুষের বাড়িতে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ নেই।

05 Dec 2023, 06:50:46 AM IST

চেন্নাইতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব

ল্যান্ডফলের আগেই চেন্নাইয়ে তাণ্ডব চালাল প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। এর জেরে চন্নাইতে মৃত্যু হয়েছে পাঁচজনের। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। একজনের উপরে গাছ পড়ে যায়। সেইসঙ্গে শহরের দুটি পৃথক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলা এবং এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।