Rajput Karni Sena president killing: সামনে থেকে পরপর গুলি করণি সেনার প্রধানকে, সামনে ফুটেজ, কানাডা থেকেই খুনের ছক?

সোফায় বসে ফোন ঘাঁটছিলেন ডানপন্থী সংগঠন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেদি। পাশে বসেছিলেন একজন। দরজার সামনে একজন দাঁড়িয়েছিলেন। উলটো দিকের সোফায় দু’জন বসেছিল। তাঁদের মধ্যে একজন আচমকা উঠে সুখদেবকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরই সুখদেবের পাশে বসে থাকা একজনের দিকে গুলি চালিয়ে দেয়। ততক্ষণে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাঁকেও গুলি করে। ততক্ষণে ওই আততায়ীর সঙ্গী উঠে পড়ে। একেবারে ঠান্ডা মাথায় পরপর গুলি চালায় সে। প্রথমজনও পরপর গুলি চালাতে থাকে। একজন বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। পালানোর সময় সেই ব্যক্তিকে লক্ষ্য করেও গুলি চালায়।

এমনই ভয়ংকর সিসিটিভি ফুটেজ সামনে এল। মঙ্গলবার দুপুরে জয়পুরের শ্যামনগরে সুখদেবের বাড়িতেই সেই ঘটনা ঘটেছে। রাজস্থান পুলিশের ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্র জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার রোহিত গোদারা। যে দু’জন গুলি চালিয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। হরিয়ানা ও রাজস্থানে ও গ্যাংয়ের বিভিন্ন গোপন আস্তানার সন্ধান চালানো হচ্ছে। সুখদেবের সঙ্গে দেখা করার বাহানায় গিয়ে তারা গুলি চালিয়েছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছেন রাজস্থান রাজ্যপাল কলরাজ মিশ্র।

সুখদেবের হত্যার ঘটনায় জয়পুর ও সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সুখদেবের অনুগামীরা চুরু, উদয়পুর, আলওয়ার এবং জোধপুর জেলায় বিক্ষোভ দেখায়। জমায়েত হন প্রচুর রাজপুত। একাধিক জেলায় বনধের ডাক দিয়েছেন সুখদেবের অনুগামীরা। উল্লেখ্য, আগে শ্রী রাজপুত করণি সেনার সঙ্গে যুক্ত ছিলেন সুখদেব। কিন্তু সেই সংগঠনের প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কলভির সঙ্গে মতপার্থক্যের জেরে তাঁকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তারপর ২০১৫ সালে শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা তৈরি করেন। যে দুটি সংগঠনই ২০১৮ সালে দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘পদ্মাবত’-র বিরোধিতায় নেমেছিল।

গ্যাংস্টার রোহিত গোদারা কে? 

১) আদতে রাজস্থানে বিকানেরের বাসিন্দা হল রোহিত। বর্তমানে কানাডায় থাকে বলে একাধিক মহলের দাবি। একাধিক রিপোর্ট অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের ইশারায় অপরাধমূলক কাজকর্ম করে থাকে রোহিত। 

২) দেশের বিভিন্ন প্রান্তে রোহিতের বিরুদ্ধে কমপক্ষে ৩২টি মামলা রুজু আছে। ১৯ বছর থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে রোহিত। ২০১০ সালে অপরাধ জগতে প্রবেশ করে। ভুয়ো পাসপোর্ট নিয়ে দিল্লি থেকে দুবাইয়ে পালিয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করা হয়েছে।

৩) গত বছর ২৯ মে পঞ্জাবে গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও রোহিতের নাম উঠে এসেছে। তাছাড়া গত বছর গ্যাংস্টার রাজু তেহাতের হত্যারও দায় স্বীকার করেছিল রোহিত।

৪) একাধিক রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে তোলাবাজি করত রোহিত। ব্যবসায়ীদের থেকে পাঁচ কোটি টাকা থেকে ১৭ কোটি টাকা আদায় করত।