ছোট খাটো ভুল, কমিশন থেকে মনোনয়ন ফেরত পাবো: হিরো আলম

বাংলাদেশ কংগ্রেস থেকে বগুড়া -৪ আসনের মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন  আলম(হিরো আলম) রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপলি দায়ের করতে এসে তিনি বলেন,এবার যে ছোট খাটো ভুল তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।

বুধবার (৬ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে এসে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, এবার যে ছোট খাটো ভুল তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।
কমিশন থেকে ফেরত না পেলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলে,আপানার জাননে প্রতিবার কমিশন থেকে বাতিলের তা হাইকোর্ট  থেকে ফেরত পেয়েছি।এবার তাই করবো।

নির্বাচনে কি ধরনের চ্যালেঞ্জ  দেখছেন জানতে চাইলে তিনি বলেন,আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি।এবারও এর  মধ্যে দিয়ে যাবো।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮শতাংশ বা ৭৩ শতাংশ।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।



বাঁধন/সিইচা/সাএ