নীল সাদা তো আকাশের রং, সুস্বাস্থ্য সেন্টার নিয়ে কেন্দ্রকে জবাব মমতার

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় টাকা আটকে রাখার অভিযোগ আগে থেকেই রয়েছে। তারই মধ্যে এবার স্বাস্থ্য খাতেও টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের রং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি মতো না করার জন্য টাকা দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছিল। এবার এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্বাস্থ্য কেন্দ্রের রং কেন নীল সাদা করা হয়েছে বিধানসভায় দাঁড়িয়ে সেই যুক্তি দিলেন তিনি।

আরও পড়ুন: দুর্গাপুজোয় ৮২ হাজার কোটির ব্যবসা, কেন্দ্রের বিরুদ্ধে GST কাটার অভিযোগ মমতার

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের দাবি, গৈরিকীকরণ করতে হবে। তবে মমতার মতে, সেটা হল দলের রং। তিনি জানান, দলের রং ভোটে চলে। তিনি সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের রং সেইমতো করেননি। তার পরিবর্তে নীল সাদা করেছেন। কারণ সেটা আকাশের রং। উল্লেখ্য, স্বাস্থ্য খাতে কেন্দ্রের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। সেই টাকা চেয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সাধারণত, রাজ্যে ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬২টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং ২৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির কথা রয়েছে। এরজন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকার প্রাপ্য বকেয়া পায়নি বলেই অভিযোগ উঠেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ৮২৮ কোটি টাকার মধ্যে ৭২৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষে পাওয়ার কথা ছিল ৮২৬ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্র সরকার ৪৮৬ কোটি টাকা দিয়েছে। যদিও প্রাপ্য বকেয়া না পাওয়ার কারণ হিসেবে বেশ কিছু কারণ জানিয়েছিল কেন্দ্র। সেক্ষেত্রে প্রকল্পের নাম বদল হওয়া থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের ভবনের রং আলাদা করার অভিযোগ তোলা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে। কেন্দ্রের তরফে সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের রং মেটাল হলুদ আর তার বর্ডার খয়েরি রঙের করার কথা বলেছিল। কিন্তু রাজ্যে তা করা হয়েছে নীল সাদা। আর তাতেই রাজ্যের টাকা পেতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্যের তরফে জানানো হয়, কেন্দ্রের নীতিকে কোনওভাবে অমান্য করা হয়নি। এদিন এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।