Coochbihar: অন্নপ্রাশনে মাছ কম পড়ায় স্ত্রীকে মার, অপমানে সন্তান কোলে মরণ ঝাঁপ বধূর

ছ’মাসের সন্তান কোলে চলন্ত বাসের সামনে ঝাঁপ মায়ের। চালকের সতর্কতায় প্রাণ বাঁচল মা ও শিশুর। তার পর তাদের উদ্ধার করে পুলিশ। কিন্তু মহিলা যা শোনালেন তাতে থ’ পুলিশকর্মীরাও। বুধবার দুপুরে এই ঘটনা কোচবিহার শহরের ব্রাহ্মমন্দির চৌমাথার।

বুধবার দুপুরে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ব্রাহ্মমন্দির চৌমাথার যান চলাচল। হঠাৎ কোলের শিশুকে নিয়ে একটি বাসের সামনে ঝাঁপ দেন এক মহিলা। জোরে ব্রেক কষেন বাস চালক। রক্ষা পান ২ জনেই। এই ঘটনায় হতচকিত হয়ে যান স্থানীয়রা। হতচকিত হয়ে যান সেখানে উপস্থিত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা। তাঁরাই মা ও শিশুকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় কোচবিহার মহিলা থানায়। সেখান থেকে মহিলা পুলিশকর্মীরা এসে তাঁদের নিয়ে যান।

এর পর মহিলা পুলিশকে জানান, তিনি শীতলকুচির বাসিন্দা। ২ বছর আগে মাথাভাঙার এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। কোলের সন্তানের বয়স ৬ মাস। সম্প্রতি তার অন্নপ্রাশন ছিল। সেখানে মাছের খরচ বহন করতে বলা হয়েছিল তাঁর বাপের বাড়ির সদস্যদের। অনুষ্ঠানের দিন কিছু মাছ কম পড়ে। এর জেরে তখনই তাঁকে মারধর করেন শ্বশুরবাড়ির লোকেরা। লজ্জায় – অপমানে শ্বশুরবাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। কিন্তু সেখানেও জোটে গঞ্জনা। লাগাতার অপমান সহ্য করতে না পেরে বুধবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।

কোচবিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।