Deepak Chahar Pulled Out Of The 5th T20I Between India And South Africa, Here’s Why

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের? না হলে কেনই বা সিরিজের মাঝপথে বাড়ি ফিরবেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার?

কিন্তু কেন সিরিজের শেষ ম্যাচের আগে বাড়ি ফিরতে হয়েছিল, সেটা এবার জানালেন দীপক নিজেই। জানালেন, কীভাবে অল্পের জন্য বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাঁর পরিবার।

কী হয়েছিল চাহারের?

ক্রিকেটারের বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আলিগড়ে একটি বিয়েবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বাবার চিকিৎসা করার জন্যই বাড়ি ফিরতে হয় চাহারকে। এখনও তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়।

এমনকী, প্রোটিয়া ভূমে আসন্ন সিরিজেও চাহারের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। রবিবার থেকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু। তার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। সাদা বলের সিরিজে অনিশ্চিত দীপক চাহার। বাবার গুরুতর অসুস্থ থাকার সময় পরিবারের পাশে থাকতে চান দীপক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের দলে আছেন তিনি। তবে শেষ পর্যন্ত চাহারের খেলা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও চাহার এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলেন চাহার। শেষ ম্যাচেও খেলার কথা ছিল। কিন্তু সূর্যকুমার যাদব জানান, পারিবারিক কারণে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। পরে জানা যায়, চাহারের বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীর ঠিক না হওয়া পর্যন্ত খেলতে চান না ভারতীয় পেসার। চাহার বলেছেন, “ভাগ্য ভাল যে, বাবাকে সঠিক সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত। এখন অবস্থা আগের তুলনায় একটু ভাল। ক্রিকেটার হিসেবে আমি আজ যেখানে আছি সেটা বাবার জন্য। এই পরিস্থিতিতে বাবাকে ছেড়ে কোথাও যেতে পারব না। যতক্ষণ না বাবা বিপন্মুক্ত হচ্ছে, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। আমি নিজের সিদ্ধান্তের কথা রাহুল দ্রাবিড় স্যার এবং নির্বাচকদের জানিয়ে দিয়েছি।”

তিনদিন পরই শুরু টি-টোয়েন্টি সিরিজ। দীপক চাহারের খেলার সম্ভাবনা কার্যত নেই। একদিনের সিরিজেও অনিশ্চিত তিনি।

আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।