Giriraj Singh: অন্য জগতে বাস করছেন উনি, সলমনদের সঙ্গে নাচে পা মেলানোয় মমতাকে আক্রমণ গিরিরাজের

রাজ্যে প্রায় সর্বক্ষেত্রে দুর্নীতির অভিযোগের মধ্যে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচের তালে পা – মেলানোকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। দাবি করলেন, মঙ্গলবার ওই অনুষ্ঠানে কোমর দুলিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করার নিন্দা করেছে তৃণমূল।

বুধবার সংসদ চত্বরে সংবাদমাধ্যমকে গিরিরাজ সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল অন্য কোনও গ্রহে বাস করছেন। গোটা বাংলা দুর্নীতিতে ডুবে। গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে। আর উনি ফিল্ম ফেস্টিভালে সলমন খানের সঙ্গে কোমর দোলচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। যে রাজ্যে গরিবকে লুণ্ঠন করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর তার মুখ্যমন্ত্রী মোচ্ছব করছেন, কোমর দোলাচ্ছেন এটা উচিত নয়’।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দাবি, ‘উনি সেখানে গিয়ে বসে থাকতে পারছেন। ফিল্ম ফেস্টিভাল বলে কোমর দোলানোটা কি খুব দরকারি? আমার আপত্তি উনি মোচ্ছব করছেন। আর লোক খিদেয় মরছে, বেকারত্বের জ্বালায় মরছে, দুর্নীতিতে মরছে’।

পালটা তৃণমূলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তা নিন্দনীয়। ওনাদের মন্ত্রীরাও অনেক উৎসবে অংশগ্রহণ করেন। ফিল্ম ফেস্টিভালে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক। এটাই বাংলার সংস্কৃতি।’

সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিজেপির দুর্নীতি নিয়ে এত উদ্বেগ থাকলে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তদন্ত তাড়াতাড়ি শেষ করতে বলছে না কেন? আসলে তৃণমূলের সঙ্গে ওদের গোপন আঁতাত রয়েছে। মানুষ যাতে সেটা ধরে না ফেলে সেজন্য ওদের নেতারা মাঝে মাঝে এসব কথা বলেন।’

এব্যাপারে বাগডোগরা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে এড়িয়ে যান মুখ্যমন্ত্রী।