IND Vs ENG: Bengal Cricketer Saika Ishaque Making Her Debut For Indian Team In T20 Match Against England Womens

কলকাতা: বাংলা ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে বুধবার দিনটি। কারণ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখলেন সাইকা ইশাক (Saika Ishaque)। বাংলার ক্রিকেটারের অভিষেক হল ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেই।

বুধবার ম্যাচ শুরুর আগে সাইকার হাতে ভারতীয় দলের (Indian Womens Cricket Team) ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দৃশ্যতই রোমাঞ্চিত দেখিয়েছে বাংলার তারুণীকে। সাইকার সঙ্গেই এদিন অভিষেক হল কর্নাটকের শ্রেয়াঙ্কা পাটিলের।

মহিলাদের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সই ২৮ বছরের ক্রিকেটারকে প্রচারের আলোয় এনেছিল। বাঁ হাতি স্পিনার সাইকা ইশাক ১০ ম্যাচ খেলে যুগ্মভাবে পঞ্চম সর্বোচ্চ ১৫টি উইকেট নেন। শুধু উইকেট নেওয়ার দক্ষতাই নয়, সাইকার ইনিংসের বিভিন্ন সময়ে বোলিং করার মুন্সিয়ানাও সকলকে বেশ প্রভাবিত করেছিল। তাঁর ১৩.৬৩-র স্ট্রাইক রেট এবং ১৬.২৬-র গড়ও ছিল বেশ চমকপ্রদ। ইনিংসের ভিন্ন ভিন্ন সময় বোলিং করলেও, বাঁ-হাতি স্পিনারের ইকনমি ছিল মাত্র সাত। অর্থাৎ ওভার প্রতি মাত্র ৭ রান করে খরচ করেছিলেন।

মেগ ল্যানিং, সোফি ডিভাইন, অ্যালিসা হিলি, লরা উলভার্টদের মতো বিশ্ববন্দিত ব্যাটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে নিজের স্পিন বোলিংয়ে  ছাপ ছাড়তে সক্ষম হন সাইকা। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্স জাতীয় নির্বাচকদের নজর এড়ায়নি। সম্প্রতি সিনিয়র মহিলা দলের ইন্টার জোনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সাইকা বল হাতে বেশ ভালই পারফর্ম করেছেন। এর সুবাদেই প্রথমবার জাতীয় দলেও ডাক পেলেন ২৮ বছর বয়সী বাংলার স্পিনার।

 

মাত্র ১০ লক্ষ টাকায় সাইকাকে প্রথম ডব্লিউপিএলের জন্য দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল। তারপর থেকে সাইকার কেরিয়ারগ্রাফ কেবল উপরের দিকেই গিয়েছে। দুরন্ত পারফর্ম করে দলকে খেতাব জিততে সাহায্য করেন তিনি। এবার তিনি ডাক পেলেন জাতীয় দলেও।                                  

আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।