India-Russia Relationship: ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক আমাদের বাঁচিয়েছে বারবার, ভাববেন না যে…’ জয়শঙ্কর

ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়ার উপর বেশিমাত্রায় নির্ভরশীল। সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন ভারতের সঙ্গে মস্কোর সম্পর্কটা ওই ‘হ্যান্ডিক্য়াপ’ হিসাবে দেখবেন না।

নিউ দিল্লিতে গ্লোবাল টেকনোলজি সামিটে অংশ নিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু সেটা একটা ঘটনার পরে হয়েছে এমনটা নয়। একদিন, একমাস, এক বছরের পরে হয়েছে এমনটা নয়। এটা প্রায় ৬০ বছরের সম্পর্কের ধারাবাহিকতা।আসলে বিশ্বের রাজনীতি গত ৫০-৬০ বছর ধরে যে ধারায় চলছে সেটাই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছে।

এরপরই তিনি বলেন, কখনও আমি দেখি যে আমাদের সম্পর্ককে এমনভাবে দেখা হয় যেন ভারত কিছুটা প্রতিবন্ধকতায় পড়ে এই সম্পর্কে জড়িয়েছে। এটা বলতে পারি এই সম্পর্ক থাকার জন্য আমরা অনেকবার বেঁচে গিয়েছি।

এদিকে ভারতের অন্যতম সেরা অস্ত্র সরবরাহকারী হল ভারত। ইউক্রেন যুদ্ধের সময়তেও রাশিয়ার কাছ থেকে তেল নিত ভারত।এনিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। তবে তারপরেও সম্পর্কে এতটুকু ফাটল সেভাবে ধরেনি। আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, সম্পর্কটা একটা ঘটনার পরে হয়েছে এমনটা নয়। একদিন, একমাস, এক বছরের পরে হয়েছে এমনটা নয়। এটা প্রায় ৬০ বছরের সম্পর্কের ধারাবাহিকতা।আসলে বিশ্বের রাজনীতি গত ৫০-৬০ বছর ধরে যে ধারায় চলছে সেটাই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছে।

অন্য়দিকে রাশিয়ার পাশাপাশি আমেরিকা ও ইউরোপের অন্য়ান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান এখনও অনেকটা বড়।

তিনি বলেন, এখন যেহেতু একাধিক অপশন রয়েছে সেক্ষেত্রে সবথেকে ভালোটা হওয়াটাই ভালো। অন্যদিকে বর্তমানে ভারতের একাধিক অংশীদার ও প্রত্যেকের সঙ্গে ভারত বিশ্বাস ও আস্থা রাখছে বলে তিনি জানান।

প্রযুক্তির ক্ষেত্রে ভারত যে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক রাখে সেই প্রসঙ্গে তিনি কোয়াড ভুক্ত দেশগুলির কথা উল্লেখ করেন।