Mystery Girl | SA vs IND: রিঙ্কুদের বিমানে সুন্দরী এলোকেশী! চেনেন কি এই ‘মিস্ট্রি গার্ল’কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ৪-১ উড়িয়েছে টিম ইন্ডিয়া। গত রবিবার ছিল সিরিজের শেষ তথা পঞ্চম ম্য়াচ। দু’দিনের বিশ্রাম নিয়েই সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) অ্য়ান্ড কোং বুধবার অর্থাৎ আজ উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে (India Squad For South Africa Tour) এবার। নেলসন ম্য়ান্ডেলার দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত খেলা হবে। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। এদিন সকালে রিঙ্কু সিং ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর সঙ্গে কুলদীপ যাদব (Kuldeep Yadav), তিলক বর্মা (Tilak Verma) ও অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) সঙ্গেই রয়েছেন তিনজন সাপোর্ট স্টাফ। 

আরও পড়ুন: Lionel Messi: মার্কিন মুলুকে এনেছেন ফুটবলে বসন্ত, টাইমসের বর্ষসেরা ‘আমেরিকার ১০ নম্বর’

 

রিঙ্কুর পোস্ট করা ছবিতে সবার পিছনে এক সুন্দরী এলোকেশীর মুখ দেখা গিয়েছে! যা দেখে বহু অনুরাগীরই প্রশ্ন, যে ইনি কে? তিনি কি কোনও ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবী? নাকি এয়ারলাইনের কেউ? এই সুন্দরী রহস্যময়ীর নাম রজল অরোরা (Rajal Arora)। তিনি ভীষণ ভাবে ভারতীয় দলের অংশ। রজল বিগত বেশ কিছু বছর ধরেই দলের সঙ্গে আছেন। ২০২২ টি-২০ বিশ্বকাপের সময় তাঁর ছবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। রজল বিসিসিআই-এর সিনিয়র প্রোডিউসার। বিরাট-রোহিতদের সঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ান। তাঁর ইনস্টা প্রোফাইলে ঢুঁ মারলেই জানা যাবে যে তিনি ভারতীয় ক্রিকেট দল ও আইপিএলের ডিজিটাল ও মিডিয়া ম্য়ানেজার। তাঁর কাধে রয়েছে গুরুদায়িত্ব। 

ভারতের টি২০আই স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেটকিপার), জীতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার টি২০আই স্কোয়াড: আইদেন মারক্রম, ওটনিয়েল বার্টম্যান, ম্য়াথিউ ব্রেটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), ডোনোভ্য়ান ফেরেইরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), আন্দিলে ফেলুকায়ো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস

আরও পড়ুন: ICC T20I Rankings: রবির উদয়ে অস্তে রশিদ, এক নম্বর বোলারও ভারতেরই! বিরাট আপডেট আইসিসি-র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)