Odisha FC Vs Mohun Bagan Super Giant: MBSG And Odisha FC Match Ended In A 2-2 Draw At Yuvabharati Stadium, Know In Details

কলকাতা: ওড়িশা এফসি-র কাছে পাঁচ গোল হজম করতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। যুবভারতীতে সেই হারের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করল মোহনবাগান। আইএসএলে (ISL) সবুজ মেরুন ব্রিগেডের জয়রথও থেমে গেল যুবভারতীতে। তবে নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র করে অন্তত মুখরক্ষা করেছে সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খায় মোহনবাগান। ওয়ার্ম আপের সময় চোট পেয়ে ছিটকে যান হুগো বৌমাস। তার জেরে জেসন কামিংসকে দলে আনতে হয় মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোকে।

দিনের শেষে মোহনবাগান শিবির সান্ত্বনা খুঁজতে পারে কারণ, খেলোয়াড়দের চোট, বিতর্কিত রেফারিংয়ের মতো প্রতিকূলতা সামলেও ওড়িশা এফসির বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া গিয়েছে। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরে ৫৯ মিনিটে ব্যবধান কমান আর্মান্দো সাদিকু। সংযুক্ত সময়ের চার মিনিটে সমতা ফেরান তারকা স্ট্রাইকার। পাশাপাশি অবিশ্বাস্য ভঙ্গিমায় জোড়া গোল বাঁচিয়ে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ।

ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি পায় ওড়িশা এফসি। মোহনবাগান বক্সের মধ্যে হাতে বল লাগে শুভাশিস বসুর। সঙ্গে সঙ্গে বাঁশি রেফারির। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে ওড়িশাকে এগিয়ে দেন আহমেদ।

৩৫ মিনিটে বাঁ-প্রান্তে বক্সের মধ্যে ফাউল করা হয় জেসন কামিংসকে। কিন্তু নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি। প্রথমার্ধের সংযুক্ত সময় ফের গোল খেয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ২-০ গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। ফের গোল করেন আহমেদ। মোহনবাগান বক্সের বাইরে সাহাল আবদুল সামাদের থেকে বল কেড়ে নেন আহমেদ। তার থেকেই গোল। বিরতিতে ২-০ পিছিয়ে ছিল মোহনবাগান। 

 

পিছিয়ে পড়েও জোড়া গোল করে দলের হার বাঁচালেন সাদিকু। শেষ পর্যন্ত এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল জুয়ান ফেরান্দোকে। অবশ্য ম্যাচের শেষে লাল কার্ড দেখলেন মোহনবাগানের (Mohunbagan) কোচ। ম্যাচের পর তুমুল ঝামেলা হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখেন ওড়িশার মরিসিও-ও।

আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।