গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুবেল, বাস এসে কেড়ে নিলো প্রাণ

সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা স্ট্যান্ড ও সাভার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে ইসমাইল হোসেন (১৭)।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিন জন। এ সময় সেলফি পরিবহনের দুই বাস রেষারেষি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন জনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

অপরদিকে ইসমাইল তার বাবা মালেকের সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা-আরিচা মহাসড়করে সাভার হাইওয়ে থানার সামনে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবু হাসান বলেন, সেলফি পরিবহনের দুই বাসের মধ্যে একটি বাস রেখে এর চালক ও সহযোগী পালিয়ে গেছে। পরে বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়াও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।