‘‌বিজেপি নেতৃত্ব নারী বিদ্বেষী’‌, গিরিরাজকে সমর্থন শুভেন্দুর, আক্রমণ তৃণমূল কংগ্রেসের

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কদর্য ভাষায় বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ নিয়ে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। এই মন্তব্য সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতে যেন আগুনে ঘৃতাহুতি পড়ল। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে যদি এত কদর্য ভাষায় আক্রমণ করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সেই মন্তব্যকে সমর্থন করতে পারেন বিরোধী দলনেতা, সেক্ষেত্রে প্রমাণ হয় বিজেপি নেতৃত্ব নারী বিদ্বেষী। এবার এমনই দাবি তুলল তৃণমূল কংগ্রেস এবং প্রতিবাদ করলেন রাজ্যের মহিলা মন্ত্রী শশী পাঁজা।

ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা?‌ কেন্দ্রীয় মন্ত্রী যেদিন এই মন্তব্য করেছিলেন তারপর সেই ভিডিয়ো–কে টুইট করে খোঁচা দেন বিরোধী দলনেতা। এবার এই ঘটনা নিয়ে যখন তৃণমূল কংগ্রেস নয়াদিল্লি থেকে কলকাতার রাজপথ এবং বিধানসভায় প্রতিবাদের ঢেউ তুলেছে তখন গিরিরাজ সিংয়ের মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ‘‌গিরিরাজ সিংয়ের মন্তব্য অত্যন্ত পরিষ্কার। আমি গিরিরাজ সিংয়ের মন্তব্যকে সমর্থন করি। ওটা উনি মুখ্যমন্ত্রীকে বলেছেন। কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি। মুখ্যমন্ত্রীর আসল বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। সেখানে অন্যত্র বিনোদন করছেন মুখ্যমন্ত্রী।’‌

ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী?‌ ‘‌সলমন খানের সঙ্গে মঞ্চে ঠুমকা লাগাচ্ছেন’‌ মন্তব্যে এখন বাংলার মানুষজন তেতে উঠেছেন। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে শুরু করে কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেসের মহিলা মন্ত্রী–সাংসদ–নেত্রীরা নেমে প্রতিবাদ করলেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘‌আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় অন্য গ্রহে বাস করছেন। গোটা বাংলা দুর্নীতিতে ডুবে আছে। গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে। উনি ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। যে রাজ্যে গরিবদের লুঠ করা হচ্ছে, দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়।’‌

আরও পড়ুন:‌ ফাঁকা বাড়িতে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ, বারাসতে গ্রেফতার বিজেপি নেতা

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বক্তব্যকে তুলে ধরেছে। আর সেখানে লিখেছে, ‘‌গিরিরাজ সিংয়ের কদর্য ভাষায় আক্রমণের সঙ্গে শুভেন্দু অধিকারী সহমত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণকে সমর্থন করেছেন। এটার মধ্যে দিয়ে গোটা দেশের নারী জাতিকে আক্রমণ করা হয়েছে। দিলীপ ঘোষের কাছ থেকে এটা শিখেছেন। শাড়ির বদলে বারমুডা মন্তব্য করেছিলেন।’‌ তবে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, ‘‌শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন গিরিরাজ সিংয়ের মন্তব্যকে। এটা বিজেপি প্রত্যেকটি নেতৃত্ব ও শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যে, নারীর প্রতি তাঁদের অবমাননা, বিদ্বেষ চলছে, চলবে। ঠুমকো এবং জশন করছেন বলেছেন গিরিরাজ সিং সেটাকে সমর্থন করছেন বিরোধী দলনেতা। এদের কোনও আক্ষেপ, অনুশোচনা নেই। আসলে ওঁরা নারী বিদ্বেষী।’‌