‘‌শীত থাকতেই বিয়েটা দিতে হবে’‌, শুভেন্দুকে বিয়ে–পাগলা বলে খোঁচা দিলেন কুণাল

ভাইপোর বিয়েতে যোগ দিতে কার্শিয়াংয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুষ্ঠানের বাইরে মুখ্যমন্ত্রীর নানা সরকারি কর্মসূচি রয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিকে বাদ দিয়ে বিরোধী দল বিজেপি তুলে ধরছে কার্শিয়াংয়ে তাঁর ভাইপোর বিয়ের অনুষ্ঠানকে। এটাকে স্টেট স্পনসর্ড ম্যারেজ বলে এক্স হ্যান্ডলে কটাক্ষ করেছেন। এবার তাঁকে সেই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার শুভেন্দু অধিকারীর বিয়ে দিতে হবে বলে আওয়াজ তুললেন কুণাল।

এদিকে কেন শুভেন্দুকে বিয়ে দিতে চাইছেন কুণাল?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দুর অভিযোগ, চা–বাগানে গিয়ে শ্রমিকদের দুঃখ–দুর্দশা দূর করার পদক্ষেপ নেওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী মেতেছেন ভাইপোর বিয়ের উৎসবে। রাজ্যের ভাঁড়ারে টান রয়েছে। অথচ মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে বিশাল খরচ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতা সেই বিবাহ অনুষ্ঠানে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছে অভিযোগ তুলে সরব হন। শুভেন্দু অধিকারীর কথায়, ‘মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে স্টেট স্পনসর্ড।’

অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রীর পারিবারিক অনুষ্ঠানে সরকারি চিকিৎসকদল ব্যবহার করা হচ্ছে? কুণালের বক্তব্য, প্রোটোকল অনুযায়ী চিকিৎসক দল রয়েছে। শুভেন্দুর পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর প্রোটোকলের জন্যই যদি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন, তাহলে সেই দলে শিশু বিশেষজ্ঞ কেন আছেন? এরপরই সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বিয়ে দেওয়ার প্রস্তাব দেন শুভেন্দুর। আর তা নিয়ে এখন হাসির রোল উঠেছে। কারণ বিরোধী দলনেতা নাকি বিয়ে–পাগলা হয়ে গিয়েছে। শীত থাকতেই তাই বিয়ে দেওয়ার প্রয়োজন।

আরও পড়ুন: ডিসেম্বর মাসের শুরুতেই তুষারপাত দেখল শৈলশহর, সাদা বরফে ঢাকল দার্জিলিং

ঠিক কী বলেছেন কুণাল?‌ এই বিয়ের প্রসঙ্গ তুলে আক্রমণের পাশাপাশি শুভেন্দু বলেন, ‘‌পিছুটান যাতে তৈরি না হয় তার জন্যই অকৃতদার থেকেছি।’‌ আর কুণাল ঘোষ আজ পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‌মুখ্যমন্ত্রী তো পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। এতে শুভেন্দু যেভাবে বিয়ে বিয়ে করে লাফাচ্ছে, তাতে মনে হচ্ছে ও নিজেই বিয়ে–পাগলা হয়ে গিয়েছে। সারাক্ষণ একটা বিয়ে করি, বিয়ে করি ভাব। ওর জন্য অবিলম্বে একটা পাত্রী দেখা উচিত। অধিকারী প্রাইভেট লিমিটেডকে বলছি, ওর পরিবারের উচিত, শীত থাকতে বিয়ের বন্দোবস্ত করতে। এরপর গরম পড়ে গেলে ওর পাগলামি আরও বেড়ে যেতে পারে। যে যেখানে বিয়ে করছে, ওমনি তার মনে হচ্ছে, আমিও বিয়ে করব। মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে পাহাড়ি মেয়ের সঙ্গে। তাই তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। তার সঙ্গে স্টেট স্পনসর্ড ম্য়ারেজের কী সম্পর্ক?’‌