Bungee Jump: বাঞ্জি জাম্প দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

মর্মান্তিক! চিনের অন্যতম উঁচু বাঞ্জি জাম্প প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে মৃত্যু হল এক জাপানি পর্যটকের। প্রথমে অচেতন হয়ে পড়েন ওই পর্যটক পরে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই পর্যটকের।

রোববার ম্যাকাও পৌরসভার ম্যাকাও টাওয়ার থেকে ৭৬৪ ফুট নিচে পড়ে যান ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। প্রথমে জরুরী চিকিৎসার জন্য তাকে কনডে এস জানুয়ারিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: ভয়ঙ্কর রক্তাল্পতায় ভুগছেন? চিন্তা নেই! এই ৫ উপাদানে দ্রুত বাড়বে হিমোগ্লোবিন

ম্যাকাও টাওয়ারে বাঞ্জি জাম্প  পরিচালনাকারী সংস্থা স্কাইপার্ক ‘বাই এজে হ্যাকেট’ তাদের ওয়েবসাইটে গ্রাহকদের যেকোনও ক্রিয়াকলাপে অংশ নেওয়ার আগে তাদের কর্মীদের  কোনও বিশেষ শারীরির সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতে ও জানাতে পরামর্শ দেয়। হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং  অস্ত্রোপচারের রোগীদের ক্ষেত্রে বাঞ্জি জাম্পে অংশ নিতে একেবারেই নিষেধ করা হয়। এ ছাড়াও এই বিশেষ স্টান্টটি করার আগে একাধিক অনুশীলন নিতে হয়। 

স্কাইপার্কে এজে হ্যাকেটের এক রাউন্ডের জন্য প্রায় ২৫০০০ টাকা খরচ হয়। সংস্থাটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং ফ্রান্সেও বাঞ্জি জাম্প সম্পাদন করে।

আরও পড়ুন: রান্নাঘরের এই উপাদানে রয়েছে অনন্য গুণাগুণ! হার্টের রোগও নাকি ঠেকিয়ে দিতে পারে এটি

এর ওয়েবসাইট অনুসারে, এটি ৩০ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে চার মিলিয়ন বাঞ্জি জাম্প সম্পন্ন করেছে এবং ‘নিখুঁত সুরক্ষা রেকর্ড’ বা ‘ পারফেক্ট সেফ্টি রেকর্ড’এ দুর্দান্ত সন্তুষ্টি অর্জন করেছে  এই সংস্থা।

চিনে অবস্থিত ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ বুঙ্গি ম্যাকাও টাওয়ারের  উচ্চতা অতিক্রম করে বিশ্বের সবচেয়ে উঁচু প্ল্যাটফর্ম হল ম্যাকাও টাওয়ার।

তবে বাঞ্জি জাম্প দিতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও লাফ মারতে গিয়ে মৃত্যু হয়েছে এক পর্যটকের।

২০১৯ সালে পোল্যান্ডে ৩৩০ ফুট লম্বা বাঞ্জি লাফ দেওয়ার সময় এক ব্যক্তি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার ফলে মেরুদণ্ডে আঘাত পান ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়। দুর্ঘটনাটি ঘটে গ্দিনিয়ার একটি থিম পার্কে। ঘটনার বেদনাদায়ক ফুটেজও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। বাঞ্জির দড়ি ছিঁড়ে যাওয়াতেই প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর বলে জানা যায়।