Complaints Against TMC MLAs: মোদী-শাহকে চোর বলেছেন কেন? পালটা তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির

একেই বলে সমানে সমানে টক্কর। মমতাকে চোর বলায় বিজেপির বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এবার তারই পালটা দিল বিজেপি। মোদী -শাহকে কেন অপমান করা হচ্ছে সেই অভিযোগ তুলে এবার তৃণমূলেরই ৬০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্য়ান্ডেলে লিখেছেন বিধানসভা চত্বরে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে নাম ধরে অপমান করা হয়েছে। এনিয়ে মালতী রাভা রায় ও শিখা চট্টোপাধ্য়ায় আলাদা করে দুটি এফআইআর করেছেন।

এদিকে এর আগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতার দুটি থানায় অভিযোগ জানিয়েছিলেন যে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মমতা চোর লেখা টি শার্ট পরেছিলেন। চন্দ্রিমা জানিয়েছিলেন এর মাধ্য়মে রাজ্য ও বাসিন্দাদের অপমান করা হয়েছে।

এদিকে সুকুমার রায়ে বিধানসভার সচিব একটি অভিযোগ জানিয়েছিলেন। গতসপ্তাহে বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অপমান করেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট নোটিশ অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।

গত বুধবার কালো কাপড় পরে বিধানসভা চত্বরে প্রতিবাদ করছিলেন তৃণমূল বিধায়করা। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তারা আওয়াজ তুলছিলেন। সেই সময় মোদী শাহকে নিশানা করে তারা অপমানজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তৃণমূল বিধায়করা জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপি চোর চোর স্লোগান দিয়েছিলেন বলে টিএমসির অভিযোগ। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।

তবে এবার পালটা দিল বিজেপি। শুভেন্দু সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ওরা বলবেন শাহ চোর, মোদী চোর বলেছি। কারোর নাম তো বলিনি। আমরা বলব মমতা চোর বলেছিলাম। বন্দ্যোপাধ্য়ায় নাকি চট্টোপাধ্য়ায় তা তো বলিনি।

তবে তৃণমূল বিধায়ক তাপস রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই ধরনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। সবসময় চোর চোর বলাটা ঠিক নয়।