Fake IT officer: ‘স্পেশ্যাল ২৬’–এর কায়দায় ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো আয়কর হানা, শেষরক্ষা হল না

লোকসভা ভোটে এগিয়ে আসতেই দেশজুড়ে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের বাড়িতে যখন সিবিআই থেকে ইডি হানার গতি বেড়েছে। ঠিক সেই সময় ভুয়ো আয়কর তল্লাশির ঘটনা ঘটল মুম্বইয়ে। বলিউড সিনেমা ‘স্পেশাল ২৬’–এর কায়দায় আয়কর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে মুম্বইয়ের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল দুষ্কৃতীরা। সেখানে তল্লাশি চালিয়ে তারা প্রায় ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ৮ জনকে গ্রেফতার করল। ঘটনাটি মুম্বইয়ের সায়নে। 

আরও পড়ুন: ভবানীপুরে ভুয়ো CBI হানা কাণ্ডে ধৃত ২, ব্যবসায়ীর পরিচিতদের জড়িত থাকার সন্দেহ

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কয়েক দিনের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হল–রাজারাম মঙ্গলে, সন্তোষ পাটওয়াল, অমরদীপ সোনাওয়ানে, ভাউরাও ইঙ্গলে, সুশান্ত লোহার, শরদ একভাদে, অভয় কাসলে এবং রামকুমার গুজ্জর। সকলেই রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। তারা মানখুর্দ, ধারাভি, নবি মুম্বই এবং থানের বাসিন্দা। ধৃতদের মধ্যে সুশান্ত হল এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড এবং গুজ্জর হল ব্যবসায়ীর নাতির বন্ধু।

সায়ন থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মনীষা শিরকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ২৬ নভেম্বর। প্রথমে তাদের ৪ জনের একটি দল ওই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে। সেখানে তারা পরিচয় পত্র দেখায়। তাতে লেখা ছিল আয়কর বিভাগ। পরিবারকে তারা জানিয়েছিল, তারা ওই বাড়িতে কালো টাকা এবং নগদ টাকা রাখার তথ্য জানতে পেরেছে। এরপর তারা ব্যবসায়ীর পরিবারকে তাদের কাছে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতে বলে। পরিবারকে আরও বলেছিল, যে সমস্ত মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে। তবে কাউকে গ্রেফতার করা হবে না। 

জানা গিয়েছে, রাজকুমারের কাছ থেকেই ওই ব্যবসায়ীর সম্পর্কে খোঁজখবর নিয়েছিল প্রতারকরা। রাজকুমার জানতে পেরেছিল, ওই ব্যবসায়ী রাম কুবের পাটওয়ার পরিবার সম্পত্তি চুক্তির অংশ হিসাবে নগদ ১০ কোটি টাকা পেয়েছে। এরপরেই ওই বাড়িতে ভুয়ো হানা দেওয়ার পরিকল্পনা করে ওই গ্যাং। যদিও পুলিশ ১৮ লক্ষ টাকা এখনও বাজেয়াপ্ত করতে পারেনি তবে দুষ্কৃতীদের ব্যবহৃত একটি গাড়ি ও একটি জাল পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ আরও জানতে পারে, অভিযুক্তদের মধ্যে দুজন একটি অপরাধ সিরিয়ালে পুলিশের  ভূমিকায় অভিনয় করেছিল। ব্যবসায়ীর মেয়ে শ্রী লতা পাটওয়া এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন।