ICC Unveils Its Official Logos For Men’s And Women’s T20 World Cup 2024

দুবাই: ৫০ ওভারের বিশ্বকাপ দিনকয়েক আগেই শেষ হয়েছে। তবে বিশ্বকাপের মজা উপভোগ করতে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না ক্রিকেট অনুরাগীদের। সামনের বছরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে বসতে চলেছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওপার বাংলার বসবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর বিশ্বকাপের লোগোও প্রকাশ্যে আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনা, উন্মাদনা। মুহূর্তেই ম্যাচের ছবি সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা। তাই ব্যাট, বল এবং এনার্জি, এই তিনের সম্বন্বয়েই তৈরি করা হয়েছে আসন্ন দুই বিশ্বকাপের নতুন লোগো। ‘টি-টোয়েন্টি’ লেখাটিকে ব্যাটের আকারে লেখা হয়েছে। স্ট্রাইক গ্রাফিক দিয়ে তৈরি হয়েছে বলের আকৃতি। এই গ্রাফিকের মাধ্যমে টি-টোয়েন্টি ম্যাচে যে দুরন্ত পরিবেশ এবং উত্তেজনায় ভরপুর ক্রিকেট দেখা যায়, তা বোঝানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্রে ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পরের বছর জুনে আয়োজিত পুরুষদের বিশ্বকাপে ২০টি দল খেতাব জয়ের লক্ষ্যে মোট ৫৫টি ম্যাচ খেলবে। এই মাস থেকেই অনুরাগীরা সেই বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই বিশ্বকাপে ভারতের মহাতারকা বিরাট কোহলিকে আদৌ খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপ শেষেই দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী এবং বিসিসিআই আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। সেখানেই ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলাপ আলোচনা করা হয়। 

নির্বাচকরা সেই বিশ্বকাপে রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দিন বলে চান। রোহিত নিজের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করায় তাঁকে এমনটাই বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কোহলি বোর্ডের পরিকল্পনায় নেই। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত এবং কোহলি, কেউই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়েও দুই মহাতারকা বিশ্রাম চেয়েছেন। এই সিরিজ় বাদে বিশের বিশ্বকাপের দল নির্বাচনের আগে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তাই আগেভাগেই পরিকল্পনা করতে আগ্রহী বোর্ড। রোহিতের দলে খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন না থাকলেও কোহলির জায়গা দলে পাকা নয় বলেই শোনা যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপ হাতছাড়া হলেও, মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে শামি