ICDS কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য কেন্দ্রের ১৫০ কোটি ঝেড়ে দিয়েছে মমতার সরকার

মমতা সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, ICDS কর্মীদের মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য কেন্দ্রের পাঠানো ১৫০ কোটি টাকা মেরে দিয়েছে রাজ্য সরকার। এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে তিনি চিঠি লিখেছেন বলেও জানান শুভেন্দুবাবু।

বিরোধী দলনেতা বলেন, ICDS কর্মীদের মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য ৪ বছর আগে ১৫০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। লক্ষ্য ছিল সেই মোবাইলে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা অ্যাপের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ। কিন্তু সেই ফোন কিনে দেয়নি রাজ্য সরকার। ১৫০ কোটি টাকা হয় চুরি করেছে নইলে অন্য খাতে ব্যবহার করেছে। যার ফলে অ্যাপ চালু হয়নি। বঞ্চিত হয়েছেন ICDS কর্মী ও সাধারণ মানুষরা। আমি এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি পাঠিয়েছি।

এদিন ধান ক্রয় নিয়েও দুর্নীতির অভিযোগে সরব হন শুভেন্দু। তিনি বলেন, ধান কেনার সময় ক্যুন্টাইলে অন্তত ৫ কেজি করে বাদ দেওয়া হচ্ছে। এসব চলবে না। আমরা ১০০ গ্রাম ধানও চুরি করতে দেব না। বিজেপি পথে নামবে।