Mamata on thumka remarks: ‘আমি নাচতে পারি না, ওঁরাই… ’, সলমনের সঙ্গে নাচ প্রসঙ্গে যা বললেন মমতা

মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান, অনিল কাপুরদের মতো বলিউডের বিশিষ্ট অতিথিদের সম্মানে একটি গানের সঙ্গে কয়েকবার নাচের ছন্দে পা মেলান মুখ্যমন্ত্রী। তাকেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সেই কটাক্ষ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভটাচার্য । কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষকে পাত্তাই দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নাচ জানি না। আদিবাসীদের নাচে যোগ দিই তাদের পাশে থাকার বার্তা দিতে। এখানে (ফিল্ম ফেস্টিভ্যাল) বলিউড তারকারা আমার হাত ধরে টেনে নিয়ে যায়। আমাকে নাচে যোগ দিতে বলেন। আমি কৃতজ্ঞ। তাই আমি পা মিলিয়েছি, তার বেশি কিছু নয়। বলিউডকে আমরা সম্মান করি।’

(পডুন: মুখ্যমন্ত্রীর নাচ নিয়ে অপমানজনক মন্তব্য গিরিরাজের, তুমুল প্রতিবাদ শশী–চন্দ্রিমার) 

এই নাচকে ব্যঙ্গ করে গিরিরাজ সিং সাংবাদিকদের বলেন, ‘গোটা বাংলা দুর্নীতিতে জর্জরিত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন! এটা তাঁর শোভা পায় না।’ গিরিরাজের বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সমালোচনা করে, মুখ্যমন্ত্রীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিল।’‌

গিরিরাজ সিংয়ের মন্তব্যকে তীব্র সমালোচনা করেন মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এক সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, ‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে। দেশ–বিদেশে থেকে মানুষ এসেছেন। সলমন খান এসেছিলেন। আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন, সেটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন। বিশেষ করে সলমন খান অনুরোধ করেছিলেন। এটা নিয়ে যেভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত অপমানজনক। একজন নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা। এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না বাংলার মানুষ।’‌ 

সূত্রের খবর, গ্রামোন্নয়নমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামবে তৃণমূল।