Suvendu Adhikari: ৫০০ কোটি খরচে বানিয়েছেন একাধিক গেস্ট হাউজ, আর কাউকে ঢুকতে দেন না মমতা: শুভেন্দু

উত্তরবঙ্গে গত ১২ বছরে তৈরি সমস্ত বিলাসবহুল গেস্ট হাউজের চাবি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানে ঢুকতে দেওয়া হয় না অন্য কোনও মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা আমলাকে। বিধানসভায় সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ফেরেপবাজ বলে উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন মমতা।

এদিন শুভেন্দু বলেন, ‘পাহাড়ের গোর্খারা বলেন, বেড়াতে এসেছে। এত বড় বড় প্যালেস সাদ্দাম হুসেনের নেই। টাইগার হিল, সেবক রোড, উত্তরকন্যা, গজলডোবা… আর কত নাম শুনবেন আমার থেকে। মমতা ব্যানার্জি ১৫টা গেস্ট হাউজ করেছে এই ১২ বছরে। ৫০০ কোটি টাকার বেশি খরচ করে। ওই চাবিগুলো সব থাকে ওনার বাড়িতে, না হয় নবান্নর ১৪ তলায় গৌতম সান্যালের কাছে। কেউ থাকতে পারবেন না। কোনও মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আমলা কেউ যেতে পারবেন না। চাবি ওনার কাছে থাকবে’।

শুভেন্দুবাবুর দাবি, ‘শুধুমাত্র উত্তরকন্যাতে যে গেস্ট হাউজ বানিয়েছেন থাকার জন্য, হাঁটার জন্য, ব্যডমিন্টন খেলার জন্য তার জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছে। টাইগার হিলে রাজভবনের গায়ে তৈরি করেছে। কালিম্পং, কার্শিয়ংয়ে তৈরি হয়েছে। সেবক রোডে প্রাসাদের মতো গেস্ট হাউজ তৈরি হয়েছে। এ কাকে পশ্চিমবঙ্গের লোক ভোট দিয়েছেন আপনারা? কোন রানিমাকে ভোট দিয়েছেন, সততার মুখোশ পরে ঘুরে বেড়ায়? কোন চিটিংবাজ, ফোর টোয়েন্টি, ফেরেপবাজকে ভোট দিয়েছেন’?

৬ দিনের উত্তরবঙ্গ সফরে বুধবার পাহাড়ে পৌঁছেছেন মমতা। ১২ জানুয়ারি পর্যন্ত পাহাড় ও তরাই – ডুয়ার্সে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।