Trains Cancelled before winter holiday: শীতের ছুটির মুখে বাংলায় ২১ ট্রেন বাতিল, ঘুরপথে যাবে ৪৪টি, লিস্টে অনেক এক্সপ্রেসও

শীতের ছুটির মুখে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল। শুধু তাই নয়, ঘুরপথে চালানো হবে ৪৪টি ট্রেন। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কয়েকটি ট্রেন সময়সূচি পালটানো হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার জানিয়েছেন, চাতরা ও মুরারাই স্টেশনের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য আগামী শনিবার (৯ ডিসেম্বর) এবং আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আবার একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে। যে তালিকায় আছে ১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ১৩১৭৫ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ১৩১৫৩ শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩৪৩ শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেলের মতো একগুচ্ছ ট্রেন।

আরও পড়ুন: Winter Snow Tour: বরফে করুন ইচ্ছেমতো স্কি, পাবেন স্নো ফল! শীতে যান ভারতের এই ৫টি পর্যটন কেন্দ্রে

৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।

২) ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস।

৩) ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস।

৪) ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস।

৫) ০৫৪০৬ সাহিবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল।

৬) ০৩০৯৩ আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল।

৭) ০৩০৮৮ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৮) ০৩০৯৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৯) ০৩০৯৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

১০) ০৩৪০৭ রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

১১) ০৩৪১১ রামপুরহাট-বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল।

১০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ১৩০১২ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

২) ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস।

৩) ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।

৪) ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস।

৫) ০৫৪০৫ রামপুরহাট-সাহিবগঞ্জ এক্সপ্রেস স্পেশাল।

৬) ০৩০৮৭ আজিমগঞ্জ-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৭) ০৩০৬৮ আজিমগঞ্জ-কাটোয়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৮) ০৩০৬৭ কাটোয়া-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৯) ০৩৪০৮ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

১০) ০৩৪১২ বারহারওয়া-রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল।

কোন কোন ট্রেন ঘুরপথে চালানো হবে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই কাজের জন্য মোট ৪৪টি ট্রেন ঘুরপথে চালানো হবে (২২টি আপ ট্রেন এবং ২২টি ডাউন ট্রেন)। পাশাপাশি তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং দুটি ট্রেন ছাড়ার সময় পালটানো হয়েছে। কোন কোন ট্রেন ঘুরপথে চালানো হবে, কোন কোন ট্রেনের সময় পালটানো হয়েছে, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, তা দেখে নিন –

 

আরও পড়ুন: NBSTC Dooars Tour Package: জলের দরে জলদাপাড়া, জয়ন্তী-টোটোপাড়াও থাকছে, শীতের প্য়াকেজ এনবিএসটিসির