‘Want Players To Match Winning Contribution’, Rahul Dravid Says Before Ind Vs Sa Series

মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) সফরে প্রত্যেক ক্রিকেটারের থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স চাইছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেডকোচ  মনে করেন,  প্রোটিয়া সফর ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য বেশ চ্যালেঞ্জিং ও কঠিন হতে চলেছে, তাই কোন ২-৩ জন প্লেয়ারের উপর নির্ভর করে থাকলে হবে না।  উল্লেখ্য, গতকালই  সূর্যকুমারের  নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছে।  তার আগে এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডকোচ জানান, ”দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের উইকেট ভারতীয় ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। ওখানে রান করা একেবারেই সহজ নয়। পরিসংখ্যাণ তেমনই জানান দিচ্ছে। আমি নিজেও খেলেছি এই পিচে। ব্যাটারদের জন্য বিশ্বের অন্য়তম কঠিন পিচ। দলের প্রত্যেক ব্য়াটারের জন্য নির্দিষ্ট গেমপ্ল্যান থাকবে। আর সেই মতই অনুশীলন করা হবে।” 

রোহিতদের হেডস্যার আরও বলেন, ”আমি কখনওই চাইব না যে সব ব্যাটার একই মানসিকতা নিয়ে ব্য়াটিং করুক। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে তাঁদের। দক্ষিণ আফ্রিকার পিচে পারফর্ম করতে হলে কিছুটা মানসিক কাঠিন্য প্রয়োজন। ব্যাট হাতে ক্রিজে নেমে বল বুঝে শট নির্বাচন করতে হবে।”