প্রীতি খেলে দিলেন ভয়ংকর খেলা, বিরাট-রোহিতদের কোচকেই বড় দায়িত্ব। Punjab Kings Announces Sanjay Bangar As Head of Cricket Development

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ডিসেম্বর আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction) অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। এখনও পর্যন্ত আইপিএলের সূচি জানা যায়নি। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই তা জানা যাবে। ভোট উৎসবে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারতে আইপিএল আয়োজন করা কার্যত কঠিন। খুব সম্ভবত এবার আইপিএল ফের পাড়ি দিতে পারে বিদেশে। এমনটাই রিপোর্ট। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের কাজ শুরু করে দিয়েছে। পঞ্জাব কিংস (Punjab Kings) শুক্রবার সন্ধ্য়ায় সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিয়োগ করল। ভারতীয় দলের প্রাক্তন ব্য়াটিং কোচের উপরেই আস্থা প্রীতি জিন্টার (Priety Zinta) ফ্র্য়াঞ্চাইজির। সঞ্জয় অতীতে তিন বছর এই দলের সহকারি কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। তিনি ফিরলেন চেনা সংসারেই।

আরও পড়ুন: ‘ছেলেদের প্রচণ্ড খিদে’, মুখ খুললেন মালকিন, ১২০-র পর আর পারেননি প্রীতি!

পঞ্জাব সমাজমাধ্য়মে লিখেছে, ‘আমাদের সিংহকে ফেরাতে পেরে আমরা খুশি। সঞ্জয় বাঙ্গার পঞ্জাব কিংসের নতুন হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট হলেন। মিস্টার বাঙ্গারের আমাদের সংগঠনে তাঁর  বিরাট অভিজ্ঞতা ভাগ করে নেবেন। আমরা নিশ্চিত যে, তাঁর নেতৃত্বে আমাদের ক্রিকেট উন্নয়ন প্রকল্প নতুন উচ্চতা স্পর্শ করবে।’২০১৪-র অগাস্টে ইংল্যান্ডের কাছে হতাশাজনক টেস্ট সিরিজ হারের পর, বাঙ্গারকে বিরাট-রোহিতদের ব্যাটিং কোচ হিসেবে বেছে নেয় বিসিসিআই। তিনি ২০১৬-র জিম্বাবোয়ে সফরে ভারতের হেড কোচ হয়েছিলেন। এরপর অনিল কুম্বলে ও রবি শাস্ত্রীর জমানাতে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৫১ বছরের প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। যিনি দেশের জার্সিতে দুই ফরম্য়াট মিলিয়ে ২৭টি ম্য়াচ খেলেছেন। বিরাট-রোহিতই নন, কেএল রাহুলও জানিয়ে ছিলেন যে, বাঙ্গারের স্পর্শে তাঁদের ব্য়াটিংয়ে উন্নতি হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন। এবং ৯ নভেম্বর তাঁকে ২০২২ আইপিএলের জন্য় কোচ করেছিল আরসিবি। তার কোচিংয়ে বিরাটরা ২০২১ ও ২০২২ সালে প্লেঅফে উঠেছিলেন।

আরও পড়ুন: S Sreesanth: অনেক দূর গড়াল জল… খেলা এবার আইনি ময়দানে, নোটিশ পেলেন ক্রিকেটার!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)