BJP MPs resign from Parliament: হিন্দি বলয় থেকে জয়ী মন্ত্রী-সহ সব BJP সাংসদের ইস্তফা, ভোটের আগে ক্যাবিনেটে চমক?

হিন্দি বলয়ের তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী সমস্ত বিজেপি সাংসদ ইস্তফা দিতে চলেছেন। গেরুয়া শিবির সূত্রে খবর, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ থেকে জয়ী ১২ জন সাংসদের মধ্যে ১০ জন সাংসদ ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা দফতর এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের দফতরে নিজেদের ইস্তফাপত্র জমা দিয়েছেন। যে তালিকায় আছেন তিনজন কেন্দ্রীয় মন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর তাঁরা সেই কাজটা করেছেন। এমনকী ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য স্পিকারের দফতরে তাঁদের নিয়ে যান স্বয়ং নড্ডা। আর বাকি যে দুই সাংসদ এখনও ইস্তফা দেননি, তাঁরা শীঘ্রই সেই কাজটা করবেন বলে বিজেপি সূত্রের খবর। আর তারপরই জল্পনা শুরু হয়েছে যে লোকসভা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক নয়া মুখ আনতে চলেছেন মোদী। রাজনৈতিক মহলে জল্পনা, তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পরে তাহলে কি লোকসভা ভোটের দিকে তাকিয়ে তুলনামূলক ‘দুর্বল’ রাজ্যগুলিকে টার্গেট করছেন নড্ডারা? ভোটের কয়েক মাস আগে সেখান থেকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনলে ভোটবাক্সে ইতিবাচক প্রভাব পড়ারও সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট মহলে জল্পনা চলেছে।

বিজেপি সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে জয়ী নরেন্দ্র তোমর, প্রহ্লাদ প্যাটেল, রীতি পাঠক, রাকেশ সিং ও উদয়প্রতাপ সিং; রাজস্থান থেকে জয়ী রাজ্যবর্ধন সিং রাঠৌর ও দিয়া কুমারী এবং ছত্তিশগড় থেকে জয়ী অরুণ সাও ও গোমতী সাইয়ের মতো সাংসদরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দিয়েছেন। আজ না আসায় ইস্তফা দিতে পারেননি রেণুকা সিং এবং বালকনাথ সিং। তবে তাঁরাও ইস্তফাপত্র দেবেন বলে বিজেপি সূত্রে খবর। তাছাড়া নিজের রাজ্যসভার পদ ছেড়ে দিচ্ছেন কিরোরি লাল মিনা। তিনি ইতিমধ্যে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: Modi on opposition’s ‘negativity’: গালিগালাজ করে, নেতিবাচক হয়ে মানুষের হৃদয়ে জায়গা পাবেন না; বিরোধীদের ক্লাস মোদীর

আর যাঁরা মন্ত্রী ছিলেন, তাঁরা ইস্তফা দিচ্ছেন বলে বিজেপি সূত্রে খবর। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের নরসিংপুর আসন থেকে জয়ী প্রহ্লাদ বলেছেন, ‘সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেব।’ সূত্রের খবর, একইভাবে মন্ত্রিত্ব ছাড়ছেন কৃষিমন্ত্রী তোমর। আর সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য।

আরও পড়ুন: PM Modi on Lok Sabha Election 2024: ‘মোদী কি গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি’, বেঁধে দিলেন ২৪-র সুর