Brock Lesnar's Daughter: বাবা রিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নজর কাড়ছেন ব্রক লেসনারের মেয়ে মিয়া

<p><strong>টেক্সাস:</strong> কিংবদন্তি রেসলিং চ্যাম্পিয়ন ব্রক লেসনার। ৯০-এর দশকে জন্ম যাঁদের তাঁরা সবাই মোটামুটি রেসলিংয়ে এই নামটির সঙ্গে পরিচিত। এবার খবের শিরোনামে ব্রস লেসনারের মেয়ে মিয়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের জাত চেনাচ্ছেন এই কিশোরী। মাত্র ২১ বছর বয়স। কিন্তু এই বয়সেই কলেজে স্পোর্টস ইভেন্টে শটপুটে ১৮.৫০ মিটার দূরত্ব অতিক্রম করলেন তিনি। টেক্সাসের কোলারডো সিটি স্কুলের ছাত্রী মিয়া। এর আগে স্কুলে শটপুটে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল ১৭.৫৫ মিটার। মিয়া তাঁর ষষ্ঠ পদক্ষেপে মাইলস্টোন স্পর্শ করেন।&nbsp;</p>
<p>উল্লেখ্য, গত আগস্টে সামারস্লামে রোমান রেইসের বিরুদ্ধে হারের পর থেকে বিরতি নিয়েছিলেন ব্রক। ১০ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই রেসলার আগস্টের পর থেকে কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। সূত্রের খবর, আগামী বছর রয়্য়াল রাম্বলের আগে রিংয়ে ফেরার কোনও সম্ভাবনা নেই ব্রকের। আগামী জানুয়ারিতে যে টুর্নামেন্ট হতে চলেছে।&nbsp;</p>
<p>উল্লেখ্য, কয়েক মাস আগে ডব্লিউডব্লিউই সংক্রান্ত একটি খবর প্রকাশ্যে এসেছিল, প্রয়াত হয়েছিলেন ব্রে ওয়াট।&nbsp;রিংয়ে প্রতিপক্ষের কপালে চুমু দিয়ে উল্টে আছড়ে ফেলতেন। অল্প সময়েই জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছিলেন ডব্লিউডব্লিউইতে (WWE Championship)। কিন্তু ৩৬ বছরেই পথ চলা থামল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রে ওয়াট। আরেক প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন তারকা ট্রিপল এইচ নিজের সোশ্য়াল মিডিয়ায় ব্রে ওয়াটের মৃত্যুর খবর জানিয়ে লিখেছিলেন, ”আমি এইমাত্র হল অফ ফেমার মাইক রোটুন্ডার থেকে একটি খবর পেয়েছি, যিনি আমাকে উইন্ডাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের কথা বলেছিলেন। তিনি আজ মারা গিয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। আমরা অনুরোধ করছি যে সবাই এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করবে।”</p>
<p>চলতি বছরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ব্রে ওয়াট। দুবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এছাড়াও ম্য়াট হার্ডির সঙ্গে WWE Raw Tag Team Championship জিতেছিলেন।&nbsp;</p>
<p>ব্রে ওয়াটের মৃত্যুর খবরে প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ডোয়েন জনসন লিখেছিলেন, ”ব্রে ওয়াটের মৃত্যুর খবরে আমার হৃদয় ভেঙে গিয়েছে। রোটুন্ডা পরিবারের জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। ওর কাজ, উপস্থিতি এবং রেসলিং জগতের সঙ্গে কানেকশন পছন্দ করতাম। কুল, অন্যরকম চরিত্রের মানুষ ছিলেন। রোটুন্ডা পরিবার এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি অর্জন করুক।”</p>