Cross Border Love Story: ফুচকা তো আছেই, পাক তরুণীকে আর একটা খাবার খাওয়াতে চান কলকাতার প্রেমিক, ঘুরু ঘুরু পার্ক স্ট্রিটে

কলকাতার যুবকের প্রেমে পড়ে ভারতে চলে এসেছেন পাক তরুণী। আগামী জানুয়ারি মাসে কলকাতায় বিয়ে করবেন তিনি। সেই মতো প্রস্তুতি চলছে। কলকাতার যুবক সমীর খানা। আর পাক তরুণী জাভেরিয়া খানুম। ভারতের মানুষের অতিথি পরায়নতা দেখে উচ্ছসিত জাভেরিয়া। দ্রুত আপন করার চেষ্টা করছেন এই দেশকে। কলকাতার বধূ হবেন পাক তরুণী। তবে তার আগেই বাঙালি খাবারের প্রেমে পড়ে গিয়েছেন তিনি।

ইতিমধ্যেই সমীরের পরিবার তাঁকে আপন করে নিয়েছে। সমীর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আমি অত্যন্ত স্বস্তি পেয়েছি। খুব খুশি। আমার দেশের মানুষ ওকে সাদরে গ্রহণ করেছেন। আমার রাজ্য়, আমার শহরের মানুষ। জাভেরিয়া তো অভিভূত। একের পর এক ফোন আসছে। বন্ধুরা এসে দেখা করছেন। মঙ্গলবার অমৃতসর থেকে কলকাতা এসেছি। তারপর থেকে অচেনা লোকজনও আমাদের সঙ্গে দেখা করতে আসছেন।

গত ৫ ডিসেম্বর ওই তরুণী সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। পাঁচ বছর ধরে ভিসার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। অবশেষে ভিসা পেয়েছেন। ভারতে এসেছেন তিনি।তবে প্রেমিকার জন্য নানা প্ল্যান করেছেন সমীর। প্রথমেই জাভেরিয়াকে ফুচকা খাওয়াতে চান তিনি। সেই সঙ্গেই জাভেরিয়াকে নিয়ে তিনি যাবেন পার্ক স্ট্রিটে। সেখানকার রেস্তরাঁতে নিয়ে যাবেন প্রেমিকাকে খাওয়াতে।

তবে শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকাই নয়, কলকাতার স্পেশাল বিরিয়ানি খাওয়াতে চান প্রেমিক সমীর খান। খবর এনডিটিভি সূত্রে। সমীর জানিয়েছেন, প্রথমে আমাদের রুটিন কাজ থেকে কিছুদিনের বিশ্রাম নিতে চাইছি। পরিবারের সদস্য, কাছের লোকজনের সঙ্গে কাটাতে চাইছি। আমি জানি ও এই শহরকে খুব ভালোবাসবে। আর এখন থেকেই ও এই শহরকে ভালোবাসছে।

এদিকে জাভেরিয়া আগেই পিটিআইকে জানিয়েছিলেন, তাঁর জন্য় ৪৫ দিনের ভিসা মঞ্জুর করা হয়েছে।

এর আগে ভারতের যুবকের প্রেমে পড়ে গ্রেটার নয়ডাতে এসেছিলেন সীমা হায়দার। এবার কলকাতায় এসেছেন পাক তরুণী। শুধু সমীর নয়, কলকাতা শহরেরও প্রেমে পড়েছেন পাক তরুণী। এ শহর যে প্রেমের শহর। সিটি অফ জয়।