Fake Vaccine: বহু প্রভাবশালী যুক্ত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে CBI তদন্ত চেয়ে আদালতে দেবাঞ্জন

কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে জড়িত একাধিক প্রভাবশালী। এমনই দাবি করে ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব। সঙ্গে নিজের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। দেবাঞ্জনের অভিযোগ গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার মামলারটির শুনানি হতে পারে।

দেবাঞ্জনের অভিযোগ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্ত করছে কলকাতা। সেই তদন্তে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। যার ফলে এই তদন্ত কখনও গন্তব্যে পৌঁছবে বলে মনে হয় না। প্রকৃত দোষীদের নাম সামনে আনতে সিবিআই তদন্তের প্রয়োজন। সঙ্গে তিনি জানিয়েছেন, যেহেতু এই মামলায় প্রভাবশালীদের নাম উঠে এসেছে তাই নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই আদালতের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন তিনি। মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ২০২১ সালের ২৪ জুন দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। দক্ষিণ কলকাতার কসবায় নিজেকে কলকাতা পুরসভার ডেপুটি কমিশনার পরিচয় দিয়ে টিকাকরণের ক্যাম্প চালাচ্ছিলেন তিনি। তখন করোনা ভ্যাকসিনের চাহিদা ছিল তুঙ্গে। দেবাঞ্জনের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা করে কলকাতা পুলিশ। গত ১৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান দেবাঞ্জন। তার পরই আদালতে ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি।

দেবাঞ্জনের ওই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন অভিনেত্রী – সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু কোনও SMS না পেয়ে সন্দেহ হয় তাঁর। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। দেবাঞ্জনের গ্রেফতারির পর জানা যায়, কলেজে পড়ার সময় থেকেই নানা ধরণের প্রতারণায় যুক্ত তিনি।