IND vs SA: আদৌ ২২ গজে গড়াবে বল? ডারবানে প্রথম টি-টােয়েন্টির আগে চিন্তার কারণ কী?

<p><strong>ডারবান:</strong> আগামী রবিবার শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। প্রথম ম্যাচটি হবে ডারবানে। কিন্তু স্থানীয় আবহাওয়া দফতর যা জানান দিচ্ছে, তাতে ম্যাচের দিন তাল কাটতে পারে বৃষ্টি। জানা যাচ্ছে যে ৪৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচে। অর্থাৎ ম্যাচের শুরুর দিকে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হতে পারে। এমনকী ম্য়াচের মাঝেও বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হতে পারে। সমর্থকদের জন্য যা একেবারেই ভাল খবর নয়। আর্দ্রতাও অনেকটাই বাড়বে। ফলে মাঠে প্লেয়ারদেরও সমস্য়া হবে বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা ২১ এর কাছাকাছি থাকবে।&nbsp;</p>
<p>&nbsp;রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।</p>
<p>সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগালেন।&nbsp;</p>
<p>টিম হোটেলে পৌঁছতে অবশ্য ভারতীয় স্টাইলে ধুমধাম করে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হয়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রাহুল দ্রাবিড়রা হাসিমুখেই ফ্রেমবন্দি হন। ভিডিওটির একেবারেই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের অধিনায়ক নির্বাচিত হওয়া সূর্যকুমার যাদব সকলকে দক্ষিণ আফ্রিকায় স্বাগতও জানান।</p>
<p><strong>টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল:</strong>&nbsp;যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।</p>
<p>এদিকে, সিরিজ শুরুর আগেই ভারতীয় দলকে সতর্কবার্তা দিচ্ছেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। তার আগে এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডকোচ জানান, ”দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের উইকেট ভারতীয় ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। ওখানে রান করা একেবারেই সহজ নয়। পরিসংখ্যাণ তেমনই জানান দিচ্ছে। আমি নিজেও খেলেছি এই পিচে। ব্যাটারদের জন্য বিশ্বের অন্য়তম কঠিন পিচ। দলের প্রত্যেক ব্য়াটারের জন্য নির্দিষ্ট গেমপ্ল্যান থাকবে। আর সেই মতই অনুশীলন করা হবে।”&nbsp;</p>