Invitees at Ram Temple: বচ্চন থেকে বিরাট, আদানি থেকে টাটা, আর কারা আমন্ত্রিত রাম মন্দিরের উদ্বোধনে?

অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন হবে সামনের জানুয়ারিতে। দেশের একেবারে মেগা ইভেন্ট। আর সেই ইভেন্টে কে কে আমন্ত্রিত থাকছেন একবার দেখে নিন।

আরএসএস প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকবেন অনুষ্ঠানে। ২২ জানুয়ারি হবে রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা।

প্রায় ৮০০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে থাকতে পারেন গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিও আমন্ত্রিত হিসাবে থাকতে পারেন।

এদিকে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে বলে খবর। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে দাবি, যে সমস্ত সাংবাদিকরা এই রামমন্দির তৈরিতে পাশে থেকেছেন তাঁরা এই দিনটাতেও আমন্ত্রিত হিসাবে থাকুন এটাও আশা।

প্রিন্টকে এক ভিএইচপি নেতা জানিয়েছেন, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই ইভেন্টে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের আশা তাঁরা দর্শন করবেন। কারণ তাঁদের ছাড়া এটা সম্ভব হত না।

এদিকে হোয়াটস অ্য়াপে, চিঠিতে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। সাধু, পুরোহিত, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, আইনজীবী, বিজ্ঞানী, কবি, গায়ক, পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপকদের কাছে যাচ্ছে আমন্ত্রণপত্র।

৮০০০ আমন্ত্রিতের মধ্যে ৬০০০জন সাধু থাকবেন। বাকি ২০০০ থাকবেন ভিভিআইপিরা। একটা লিঙ্কও পাঠানো হচ্ছে। তার সঙ্গে একটা বার কোড থাকবে। সেটাই এন্ট্রি পাস হিসাবে কাজ করবে।

এখানেই শেষ নয়, করসেবকদের পরিবারদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। মূলত যে ৫০জন করসেবক মারা গিয়েছিলেন ৯০ সালে পুলিশের গুলিতে তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের বিশেষ যত্নে রাখা হবে।

বিরাট রান্নার ব্যবস্থা করা হচ্ছে। মন্দির চত্বরে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থা। তবে ভিএইচপির তরফে বলা হয়েছে ওই দিন আপনারা দেশের যে প্রান্তেই থাকুন না কেন কাছের মন্দিরে পুজো দেবেন। দুরদর্শনে সরাসরি দেখা যাবে অযোধ্য়ার অনুষ্ঠান। ৩১ ডিসেম্বরের মধ্য়ে কাজ শেষ করার জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।