Post Poll Violence: খুনের অভিযোগে FIR হয়নি! পুলিশের বিরুদ্ধে তো পদক্ষেপ করা উচিত: হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের মামলায় FIR দায়ের না করায় ‘পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা’ উচিত বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার মামলাটির শুনানি হবে হাইকোর্টে।

২০২১ সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ২০ অগাস্ট শনিবার খুন হন দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা এলাকার বাসিন্দা শ্রীকান্ত পাত্র (৬০)। শ্রীকান্তবাবু এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে গাঁয়ের দিঘিতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। আর ফেরেননি। পরদিন সকালে বকুলতলা খালের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের নাকে ছিল রক্তের দাগ। পাশে পড়েছিল ২টি বাঁশ। নিহতের স্ত্রী বাসন্তী পাত্র দাবি করেন তৃণমূলি দুষ্কৃতীরা তাঁর স্বামীকে পিটিয়ে মেরেছে।

এর পর থানায় খুনের অভিযোগ জানাতে যায় পরিবারটি। অভিযোগ, অভিযোগ নেওয়া তো দূরের কথা উলটে পরিবারকে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দিতে শুরু করে পুলিশ। মৃত্যুকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে তারা। এর পর বাড়ি এসে ২ দফায় পুলিশ আধিকারিকরা নিহতের পরিবারকে তৃণমূলে যোগদানের জন্য হুমকি দিয়ে যায়। এমনকী তাদের দিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টা হয় বলেও অভিযোগ।

সেই মামলায় সুবিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এদিন অভিযোগ শুনে কার্যত অঁতকে ওঠেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, খুনের অভিযোগে FIR করার মতো কিছু খুঁজে পেল না পুলিশ? এই পুলিশের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা উচিত। একথা বলে সোমবার মামলাটির শুনানি হবে বলে জানান বিচারপতি।