Suvendu Adhikari: ‘পাট্টা দেওয়ার নামে চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন মমতা, মুখোশ খুলে দেব’

আলিপুরদুয়ারে পাট্টা দেওয়ার নামে চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, চা শ্রমিকদের যে কোয়ার্টারগুলি চা বাগান মালিকদের মেরামত করার কথা সেগুলোই পাট্টা হিসাবে চা শ্রমিকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যাতে কোয়ার্টার মেরামতির দায় চা বাগান মালিকদের না থাকে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভোটের আগে উনি ৬০,০০০ জনকে পাট্টা দেবে। আগেরটা তো হয়নি, চা সুন্দরী। ওটা ভুয়ো সুন্দরী হয়ে গেছে। জীবনে একটা সত্যি কথা বলে না মুখ্যমন্ত্রী। এবার চা মালিকদের সঙ্গে চুক্তি করেছে। শ্রমিকদের পোড়ো কোয়ার্টারগুলো রয়েছে সেগুলোর মেরামত করতে হয় মালিকদের। চা মালিকরা একটা কোয়ার্টারও মেরামত করেন না। তৃণমূলের সঙ্গে চা মালিকদের মিটিং হয়েছে। চা মালিকরা বড় টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে দিচ্ছে। এই যে কোয়ার্টারগুলো মেরামত করার কথা সেগুলো পাট্টা দিতে যাচ্ছেন উনি আলিপুরদুয়ার বানারহাটে। গরিব মূলত, আদিবাসী, রাজবংশী, দলিত এই চা শ্রমিকদের প্রতারণা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন। আমরা ওর মুখোশ খুলব ওখানে গিয়ে’।

৬ দিনের উত্তরবঙ্গ সফরে ১০ ও ১১ ডিসেম্বর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সফরে চা শ্রমিকদের পাট্টা বিলির কথা রয়েছে মমতার। সরকারি অনুষ্ঠানে চা শ্রমিকদের হাতে পাট্টার নথি তুলে দেবেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতেও দুর্নীতির অভিযোগে সরব হলেন শুভেন্দু। বললেন, তৃণমূলের ফান্ডে টাকা দিয়ে শ্রমিক কোটার্টার মেরামতির দায়িত্ব থেকে নিষ্কৃতি পেতে চাইছেন চা মালিকরা।