‘Want To See KL Rahul Keep Wickets’ – Harbhajan Singh Ahead Of India’s Test Series Vs South Africa Get To Know

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) দিয়ে প্রোটিয়া সফর শুরু হচ্ছে ভারতীয় দলের। এরপর ওয়ান ডে সিরিজ (One Day Series) রয়েছে। এরপর লাল বলের ফর্ম্য়াটে ২ দল মুখোমুখি হতে চলেছে। সেই সিরিজেই কে এল রাহুলকেই (K L Rahul) উইকেটের পেছনে দেখতে চান হরভজন সিংহ। প্রাক্তন ভারতীয় অফস্পিনার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে আমি চাই কে এল রাহুলই উইকেটের পেছনে দাঁড়াক। আমার মনে হয় না যে রাহুল উইকেট কিপিং করতে খুব একটা ইচ্ছুক। কিন্তু এর আগেও যখনই দলের প্রয়োজন পড়েছে উইকেট কিপারের দায়িত্বে দেখা গিয়েছে রাহুলকে। ঈশান কিষাণও স্কোয়াডে রয়েছে। সেক্ষেত্রে টিম ম্য়ানেজমেন্টে ঈশানকে উইকেট কিপার হিসেবে ও রাহুলকে ব্যাটার হিসেবে খেলাতেই পারে। তবে যদি আমার পছন্দ জানতে চাওয়া হয়, আমি বলব যে রাহুলই উইকেট কিপার হিসেবে খেলুক।”

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২ ম্য়াচে টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খেলতে নামবে ২ দল। ভাজ্জি আরও বলেন, ”দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সাফল্য পেতে হলে ভারতীয় দলকে ব্যাটিং ভাল করতে হবে। সেখানকার পিচে ভাল ব্যাটিং করতে পারলে অ্যাডভান্টেজ। কারণ আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত। মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা দারুণ ফর্মে রয়েছে। আমি জানি না কে উমেশ যাদবকে স্কোয়াডে রাখা হল না। প্রোটিয়া শিবির ভাল দল। কিন্তু আগের মত অপ্রতিরোধ্য নয়। যদি ভারতকে জিততে হয়, তবে প্রথম ইনিংস ব্যাটিং করে ৩৫০-র বেশি রান বোর্ডে যোগ করতে হবে।”

এদিকে, টি-টােয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগালেন।

টিম হোটেলে পৌঁছতে অবশ্য ভারতীয় স্টাইলে ধুমধাম করে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হয়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রাহুল দ্রাবিড়রা হাসিমুখেই ফ্রেমবন্দি হন। ভিডিওটির একেবারেই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়া সূর্যকুমার যাদব সকলকে দক্ষিণ আফ্রিকায় স্বাগতও জানান।