শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর

হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির।

শনিবার (৯ ডিসেম্বর) প্রতিনিধির মাধ্যমে তিনি আপিল দায়ের করেন। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের আগে মনিরুজ্জামান নিজের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন। এক শতাংশ বৈাটারের স্বাক্ষরের তালিকা সঠিক নয়— এমন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মনিরের প্রার্থিতা বাতিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আমার প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছি। আর  শাহাজান ওমরের বিরুদ্ধে আপিল করেছে সংক্ষুব্ধ জনগণ। মামলার তথ্য গোপন করার জন্য তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।’

শাজাহান ওমরের বিরুদ্ধে আপিলে বাদী হিসাবে মনিরুজ্জামানের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পক্ষে হয়তো আপিল হয়েছে বলেই আমার নাম ও বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে। যতদূর জানি সাব্বির নামে কেউ ওই মামলার বাদী।’

উল্লেখ্য, ইসির তথ্য অনুযায়ী বাদী হিসেবে মনিরুজ্জামানের নামই দেওয়া হয়েছে। ঠিকানা হিসেবে তার গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার নয়াবাড়ী ইন্দ্রপাশা গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। জাকির নামে কোনও এক ব্যক্তি ওই আপিল জমা দেন।