Eden Gardens Spectators Seat To Be Increased To Nearly 90 Thousand Before 2026 World Cup

সৌমিত্র কুমার রায়, কলকাতা : ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। দর্শকাসন সংখ্যা বাড়ছে ইডেনের (Eden Gardens Seat)। ৬৫ হাজার থেকে বেড়ে আসন সংখ্যা হবে ৮৫ থেকে ৯০ হাজার। ডেডলাইন ২০২৬ বিশ্বকাপ (2026 World Cup)। তার আগেই শেষ হবে ক্রিকেটের নন্দনকাননের মেকওভারের কাজ।

দেশের বৃহত্তম স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) মোট দর্শকাসন সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার। এবার তাকে টক্কর দিতে প্রস্তুত ক্রিকেটের নন্দনকানন। বাড়তে চলেছে ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা। নতুন বছরে শুরু হবে সংস্কারের কাজ।

ইডেনে এখন মোট আসন সংখ্যা ৬৫ হাজার। সংস্কারের পর সেই দর্শকাসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫ থেকে ৯০ হাজার। মূলত, আকাশবাণী ও হাইকোর্ট সংলগ্ন F, D, G, H, E গ্যালারির সংস্কার হবে। গ্যালারিগুলির মাথায় বসবে ছাদ। বাড়বে কর্পোরেট বক্সের সংখ্যাও। ডেডলাইন ২০২৬ বিশ্বকাপ। তার মধ্যেই শেষ করতে হবে কাজ। তবে, এই সংস্কারের জন্য আইপিএল (IPL) ম্যাচ আয়োজনে কোনও অসুবিধা হবে না, জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (CAB President Snehashis Gangopdhyay)।                                                  

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে (World Cup 2023) ইডেনে টিকিটের চাহিদা ও কালোবাজারি নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেট মহল। সেই তুমুল চাহিদাকে সামাল দিতেই ফের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি, দর্শকাসন বাড়ালে স্টেডিয়ামে আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আসা যাবে বলেও ধারণা সিএবি কর্তাদের। সংস্কারের কাজের বরাত দেওয়াও হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে স্টেডিয়াম মেকওভারের কাজ।                                                                                                           

 

আরও পড়ুন- ১০ ওভারের ম্যাচে ২২ ছক্কা, ৪৩ বলে ১৯৩ রান হাঁকিয়ে বিশ্বরেকর্ড হামজার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।