INDW vs ENGW: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ ফের মাঠে নামছেন হরমনপ্রীতরা

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচে হারতে হয়েছে। নতুন কোচ অমল মজুমদারের (Amol Majumdar) অধীনে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমে একেবারেই আশানরুপ পারফর্ম করতে পারেননি হরমনপ্রীতরা। এমনকী দলের দুর্বল ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আজ সিরিজ বাঁচানাের লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (T20) খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Womens Cricket Team)। ম্য়াচে দুটো সহজ ক্যাচ মিস করেছেন পূজা ভাস্ত্রাকার ও শ্রেয়াঙ্কা পাটিল। এছাড়াও অনফিল্ড কিছু সহজ সুযোগ মিস করেছেন ভারতীয় প্লেয়াররা। যা নিয়ে বেশ ক্ষুব্ধ কোচ ও ক্যাপ্টেন দুজনই।&nbsp;</p>