New Express train to North Bengal: শীতের মুখে নয়া রুটে চালু হবে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন, সময়সূচি ঘোষণা রেলের

বাংলায় শীতের আগমন ঘটতে শুরু করেছে। বাড়ছে কুয়াশা। এই আবহে প্রতি বছরই ডিসেম্বর থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয় কুয়াশার জেরে। তবে এবারে শীতের মুখে উত্তরবঙ্গগামী নতুন ট্রেন পেতে চলেছে রাজ্য। এই নিয়ে সম্প্রতি ঘোষণা করলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। নয়া ট্রনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। জানা গিয়েছে, নয়া এই ট্রেনটি শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত ছুটবে। তবে ঠিক কবে থেকে এই ট্রেন ছুটতে শুরু করবে, তা জানানো হয়নি রেলের তরফ থেকে। (আরও পড়ুন: বন্ধ থাকা আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন চালুর ঘোষণা মমতার, চাকরি পাবেন অনেক শিক্ষক)

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথমবার দূরপাল্লার রেল পৌঁছেছিল বালুরঘাটে। বর্তমানে বালুরঘাট থেকে দূরপাল্লার পাঁচটি ট্রেন চলে। এর মধ্যে সবচেয়ে পুরনো হল গৌড় লিঙ্ক এক্সপ্রেস। তবে এই ট্রেন নিয়ে যাত্রীদের নানান ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ। এদিকে তেভাগা এক্সপ্রেস ট্রেনটি রোজ ছোটে না। হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসও রোজ চলে না। এই সব নানান অভিযোগের মাঝে বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। এইল নয়া ট্রেনে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও মিটবে বলে আশা রেলের। এদিকে গৌড় লিঙ্ক এক্সপ্রেসটিকে এবার প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানোর চিন্তাভাবনা করছে রেল।

আরও পড়ুন: বিশ্ব নেতাদের তালিকায় ফের শীর্ষে মোদী, নমোর গ্রহণযোগ্যতার হারে চোখ উঠবে কপালে!

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদায় ট্রেনটি এসে পৌঁছাবে ভোর ৪টে ২০ মিনিটে। অন্যদিকে, শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১০টায়। বালুরঘাটে গিয়ে সেটি পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা টাউন, একালাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুর স্টেশনে থামবে।

এই নয়া ট্রেনের ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জ্ঞাপন করেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ‘দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য এটা বড় খুশির খবর। আমাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। সেই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি।’ এদিকে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই এই ট্রেনটির পরিষেবা শুরু হয়ে যাবে।