Viral Halwa Recipe: ‘কোলেস্টেরল- ডায়াবিটিস কম্বো’ এই হালুয়ার রেসিপি দেখে রেগেই আগুন নেটিজেনরা!

মাঝে মধ্যেই ইন্টারনেটে কিছু অদ্ভুত জিনিস ভাইরাল হয়ে যায়। এর মধ্যে রান্নাবান্নার ভিডিও কম নেই। রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন অনেক মানুষই। নিত্য নতুন রেসিপি জানতেও উৎসাহ দেখান অনেকেই। তবে এমন কিছু রেসিপি নেট মাধ্যমে শেয়ার করা হয়, যা দেখে সত্যিই অবাক হয়ে যান নেট পাড়ার বাসিন্দারা। এবার এমনই এক হালুয়ার রেসিপি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এমন হালুয়ার রেসিপি সত্যিই এর আগে কখনও দেখা যায়নি।

না সুজি বা গাজর নয়, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক আজব হালুয়ার রেসিপি। যা দেখে রীতিমতো খেপে গিয়েছেন বেশকিছু নেটিজেন।

আরও পড়ুন: ঘি আর গুড় একসঙ্গে খেয়েছেন কখনও? অসাধারণ উপকারী এই মিশ্রণ

ভিডিওতে হালুয়া রান্না করতে দেখা গিয়েছে এক মহিলাকে। ওনার এই ‘বিকট’ হালুয়ার রেসিপিতে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন নেটিজনেরা। এমন হালুয়া একেবারেই পছন্দ হয়নি তাঁদের।

ভিডিওতে একটি প্যানে লিটল হার্টস আর পার্লেজি ঢালতে দেখা গিয়েছে ওই মহিলাকে। শুধু তাই নয়। এর মধ্যে দুধও ঠেলেছেন তিনি। পরে অনেকটা চিনি মিশিয়েছেন ওই মিশ্রণে। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে বাদাম দিয়ে গার্নিশ করে বাটিতে পরিবেশন করেছে হালুয়াটি। ব্যাস এই ভিডিও প্রকাশ পেতেই রেগে আগুন হয়েছেন বেশ কিছু নেটিজেন।

এই অদ্ভুত রেসিপি অনেকেরই পছন্দ হয়নি। এই খাবারে শুধু ‘হার্ট অ্যাটাক ও ডায়াবেটিস’ দেখতে পাচ্ছেন এমনও মন্তব্য করেছেন কেউ কেউ।

আরও পড়ুন: খবর পড়ার আগে হঠাৎ মধ্যমা দেখালেন উপস্থাপক! এ কী বিচিত্র আচরণ

এই পোস্টটি গত ৬ ডিসেম্বর শেয়ার করা হয়েছে। প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে এবং প্রায় ২০ হাজার মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। তবে অপছন্দ করার মানুষের সংখ্যাই বেশি বলে অনুমান করা যাচ্ছে।

এই রেসিপিটি ‘অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারকে পুনরায় প্রক্রিয়াকরণ’এমনও মন্তব্য করেছেন এক নেটিজেন।

আরও পড়ুন: শীতে রোজ খান এই পানীয়! এনার্জি তো বাড়বেই হার্টও থাকবে তরতাজা

ভিডিওর রাঁধুনিকে সমালোচনা করে ‘কিছু লুকানো প্রতিভা সবসময় লুকানো থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন এক ইউজার।

‘এই রেসিপি কোলেস্টেরল-ডায়াবেটিস কম্বো।’ এ ধরনেরও মন্তব্যেও ভরে গিয়েছে কমেন্ট বাক্স।

আবার অনেকে এই রেসিপি খাওয়ার পরে কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতেও পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে এই হালুয়ার রেসিপি অত্যন্ত সমালোচিত হয়েছে নেট মহলে।