সিংহের দেশে শুরু মহাযুদ্ধ, জানুন খেলা দেখার সব রাস্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ৪-১ উড়িয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ করার এক সপ্তাহের মধ্য়ে সূর্যকুমার যাদবরা (Surya Kumar Yadav) মাঠে নেমে পড়েছেন। প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকায়। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে (India Squad For South Africa Tour) এবার। শুরুটা হচ্ছে টি-২০ সিরিজ দিয়ে।

ডারবানের কিংসমিডে প্রথম টি২০ ম্য়াচে মুখোমুখি হবেন মারক্রম-সূর্যকুমাররা। দ্বিতীয় টি২০ ম্য়াচ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) কাবেখার (সাবেক পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্কে। সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ ম্য়াচ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার)। জোহানেসবার্গের সেন্ট জর্জেস পার্কে। টি২০ সিরিজ শেষ হওয়ার তিনদিন পর এই মাঠেই শুরু প্রথম ওয়ানডে ম্য়াচ।

আরও পড়ুন: Andre Russell: দু’বছর পর দলে নাইট মহাতারকা! ব্রিটিশদের বিরুদ্ধে মেরুন জার্সিতে ড্রে রাস

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই কবে হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি হবে।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই কোথায় হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই ডারবানের কিংসমিডে হবে।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই কখন শুরু হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই ভারতীয় সময়ে সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে। প্রথামাফিক টস আধ ঘণ্টা আগে।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই টেলিভিশনে কোথায় দেখাবে? 
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই টেলিভিশনে সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০আই অনলাইনে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করে দেখা যাবে।

ভারতের টি২০আই স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেটকিপার), জীতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার টি২০আই স্কোয়াড: আইদেন মারক্রম, ওটনিয়েল বার্টম্যান, ম্য়াথিউ ব্রেটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), ডোনোভ্য়ান ফেরেইরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), আন্দিলে ফেলুকায়ো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস

আরও পড়ুন: MS Dhoni: ‘ওর বিরাট পেট’! ২০ কেজি কমালেই সুযোগ দলে, কাকে শর্ত মাহির?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)