Cyclone Remal: বড়দিনেও ঘূর্ণিঝড়! পণ্ড হতে পারে বাঙালির বেড়ানো

ঘূর্ণিঝড় মিগজ়াউমের প্রভাবে সপ্তাহখানেক শীতের আমেজ থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গসহ দেশের একাংশের মানুষ। জলের তলায় গিয়েছে চাষের জমি। যার জেরে মাথায় হাত চাষিদের। উদ্বেগ বাড়িয়ে সাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। যার জেরে বড়দিনের ছুটিতে পণ্ড হতে পারে বাঙালির বেড়ানো। মুখ ভার করে ফিরতে হতে পারে বাড়ি।

পূর্বাভাস বলছে, বড়দিনের ছুটির ঠিক আগে সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ক্রমশ উত্তর দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে সেটি। পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। ১০ ডিগ্রি চ্যানেল পার করে সেটি প্রবেশ করতে পারে বঙ্গোপগাসরে। তবে বঙ্গোপসাগরে পৌঁছে ক্রমশ দ্রুত হারাবে এই ঘূর্ণিঝড়।

এই ঝড়ের জেরে ভারতের মূল ভূখণ্ড কেন কোথাও স্থলভাগে কোনও ক্ষয়ক্ষতির এখনো কোনও সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণাবর্তের জেরে ২৪ – ২৭ ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জে এই ঝড়ের বেশি প্রভাব পড়তে পারে। ঝড়ের জেরে কয়েকদিন বন্ধ থাকতে পারে ১০ ডিগ্রি চ্যানেলে পণ্যবাহী জাহাজ চলাচল। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘রেমাল’।