IND vs SA 1st T20: India vs South Africa 1st T20 live commentary squads stats records at Durban

ডারবান: আজ থেকে প্রোটিয়া (India vs South Africa) সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের ফাইনালে হারের পর অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জিতেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজে নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। এবার ফের একবার সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্বেই আজ থেকে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। অন্যদিকে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলবে দক্ষিণ আফ্রিকা শিবির।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল মোট ৭ ম্যাচ খেলে তার মধ্যে ৫টি ম্য়াচে জিতেছে ও ২টো ম্য়াচ হেরেছে।                                             

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। গতকাল প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।’                                                                    

সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।