IND Vs SA: Deepak Chahar To Miss First Game, Remains Doubtful For Rest Of The Matches

ডারবান: রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচে নেই ভারতীয় অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। এমনকী, গোটা সিরিজেই তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে গুরুতর সংশয়।

দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের? না হলে কেনই বা সিরিজের মাঝপথে বাড়ি ফিরবেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার?

কিন্তু কেন সিরিজের শেষ ম্যাচের আগে বাড়ি ফিরতে হয়েছিল, সেটা নিজেই জানিয়েছিলেন দীপক। বলেছিলেন, কীভাবে অল্পের জন্য বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাঁর পরিবার। জানিয়েছিলেন, তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আলিগড়ে একটি বিয়েবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাহারের বাবা। তাঁর চিকিৎসা করার জন্যই বাড়ি ফিরতে হয় চাহারকে। এখনও তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়।

ঘটনা হচ্ছে, তিনি এখনও বাড়িতেই রয়েছেন বলে ভারতীয় শিবির সূত্রে খবর। তিনি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগই দিতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পরিবারের একজনকে হাসপাতালে ভর্তি করার জন্য দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যোগ দিতে পারেননি চাহার। তিনি এ ব্যাপারে বোর্ডের অনুমতিও নিয়েছেন বলে খবর। তাঁর বাবা কেমন থাকেন, তার ওপর নির্ভর করছে তিনি আদৌ দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কি না, সেই বিষয়টি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজেই চাহারের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে।                                          

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।