IND Vs SA: Suryakumar Yadav Says IPL Will Help In T20 World Cup Selection, Know In Details

ডারবান: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) পরই তাঁকে অধিনায়ক করে টি-টোয়েন্টি যুদ্ধে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিনিই ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের আগে সূর্যকুমার বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। কিন্তু তারপর আইপিএলে ১৪টি লিগ ম্যাচ রয়েছে। যারা এই টি-টোয়েন্টি ম্যাচগুলিতে খেলছে, তারা অনেক ম্যাচ খেলেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছতে বসে কোনও সমস্যা হবে। কারণ প্রত্যেকে নিজের ভূমিকা আর দায়িত্বের কথা জানে। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় জানে।’

বিশ্বকাপের আগে ভারতের মতো দক্ষিণ আফ্রিকার হাতেও পড়ে রয়েছে ৬টি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এইডেন মারক্রামদের দল নির্বাচনের ক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।’

সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।