New Chhatttisgarh Chief Minister: ছত্তিশগড় পাচ্ছে প্রথম আদিবাসী CM, মুখ্যমন্ত্রী পদে বসছেন বিষ্ণুদেও সাই

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বিষ্ণুদেও সাই। সদ্য ছত্তিশগড় বিধানসভা ভোট দিতেছে বিজেপি। সেখানে কংগ্রেসের ভূপেশ বাঘেল সরকারকে পদ থেকে সরিয়ে মসনদে আসে বিজেপি। এরপরই সেরাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এরপরই রবিবার ঘোষিত হয়েছে বিষ্ণুদেও সাইয়ের নাম। 

উল্লেখ্য, ছত্তিশগড় এই প্রথম কোনও আদাবিসী মুখ্যমন্ত্রীকে পেতে চলেছে। রাজ্যের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হিসাবে এবার শপথ পাঠ করতে চলেছেন বিষ্ণুদেব সাই। এর আগে, তিনি মোদী মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি ছত্তিশগড়ে রাজ্যের দলীয় দায়িত্বভার গ্রহণ করেন। ১৬ তম লোকসভায় তিনি ছিলেন মোদী সরকারের মন্ত্রী। এবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে বসছেন তিনি। এককালে বিজেপি যখন ধীরে ধীরে রাজ্যগুলিতে নিজের শক্তি বাড়াতে শুরু করেছিল, তখন ছত্তিশগড়ের রাজ্য বিজেপির প্রধান হিসাবে উঠে আসেন বিষ্ণুদেও সাই। তাঁকে ওই পদে আসীন করেন অমিত শাহরা। এরপর তিনি বিজেপির জাতীয় কার্যকরি সমিতিরও সদস্য হন। ২০২২ সালে সাইয়ের পর ছত্তিশগড়ে বিজেপির প্রধান হন অরুন সাও। সদ্য ছত্তিশগড়ের ভোটে তিনি ২৫,৫৪১ ভোটে জিতেছেন। তিনি ভোটে কুনকি আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে জয় লাভ করে বিধায়ক হন। এরপর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিতে চলেছেন। এর আগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের ভূপেশ বাঘেল। তারও আগে ছত্তিশগড়ে বিজেপির হেভিওয়েট রমন সিং ছিলেন মুখ্যমন্ত্রী। এবারের ভোটেও বিপুল মার্জিনে জিতেছিলেন রমন সিং। তবে তাঁকে মুখ্যমন্ত্রী পদে না বসিয়ে বিজেপি ছত্তিশগড়ে গদিতে আনে রাজ্যের আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে।

( Lakshmir Bhandar details: পরিবারের ক’জন পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার? ৬০ পেরোলেও মিলবে? উত্তর দিলেন মমতা)

( Mayawati’s Nephew: ভাইপো পার্টির উত্তরসূরি! ঘোষণা পিসি মায়াবতীর, লোকসভার আগে ময়দানে BSPর ‘বুয়া-ভাতিজা’ যুগলবন্দি)

রবিবার ছত্তিশগড়ে বিজেপির বিধায়ক দলের বৈঠকে বিষ্ণুদেও সাইয়ের নাম সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হয়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ছত্তিশগড়ে বিধানসভা ভোটে ৯০ এর মধ্যে ৫৪ টি আসন জিতে নেয় বিজেপি। তারপরই তারা সরকার গঠনের পথে এগোয়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ৫ রাজ্যের ভোটে ৩ টিতেই বিজেপি দখল করেছে কুর্সি। তারমধ্যে অন্যতম ছত্তিশগড়ে। তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী বাছাই করতে বিজেপি হেডকোয়ার্টার পাঠিয়েছে তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সেই দল রাজ্যে পৌঁছতেই ঘোষিত হয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম।